কলকাতার ক্যানসার হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট প্রয়োজন। ওই পদে মোট দু’জনকে নিয়োগ করা হবে। তাঁদের মোট ৪৪ দিনের চুক্তিতে বহাল রাখবে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট।
ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তবে, তাঁদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত রেডিয়োথেরাপি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
ইনস্টিটিউটের তরফে নির্দিষ্ট অঙ্কের বেতন বরাদ্দ করা হবে। রেডিয়োথেরাপি কিংবা সমতুল্য বিষয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে। তবে, কাজ করতে আগ্রহীদের সরাসরি ইন্টারভিউয়ে যোগদান করে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের জন্য জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি সঙ্গে থাকা প্রয়োজন। ৪ অগস্ট ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ কোথায় হবে, সেই সম্পর্কিত তথ্য হাসপাতালের ওয়েবসাইটে (cnci.ac.in) দেওয়া হয়েছে।