সলমন খানের পর লরেন্স বিশ্নোই এ বার কপিল শর্মার পিছনে। গত বছর থেকে ক্রমাগত সলমনকে মৃত্যু হুমকি দিয়ে যাচ্ছে এই দুষ্কৃতী। এ বার কপিলের কানাডার ক্যাফেতে এক মাসের ব্যবধানে হল দু’বার হামলা। এ বার চলল ২৫ রাউন্ড গুলি। গত বারের তুলনায় আরও বেশ জোরদার হল হামলা। এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছেন গোল্ডি ঢিঁলো ও লরেন্স বিশ্নোই। তবে এতেই তাঁরা থামবে না সাফ জানিয়ে দিল হামলাকারীরা।
একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সেখানেই শোনা গিয়েছে, তাঁরা বলেছেন, ‘‘আমরা টার্গেটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু ওনার তরফে কোনও সাড়া মেলেনি। এর পরও যদি পদক্ষেপ না নেন। তাহলে পরবর্তী হামালাটা মুম্বইয়ে হবে।’’ সূত্রের খবর, এই ঘটনার পড় কপিল শর্মার নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ করছে মুম্বই পুলিশ।
কমেডি শো ছেড়ে কানাডায় ব্যবসা করতে গিয়েছিলেন কপিল শর্মা। কিন্তু পরিস্থিতি একেবারেই অনুকূল নয়। রেস্তরাঁ খোলার এক সপ্তাহের মধ্যেই এসেছে হুমকি। গত ৯ জুলাই রাত ১টায় লাগাতার গুলিবর্ষণ হয় কপিলের ‘ক্যাপস ক্যাফে’তে। প্রথমবার ঘটনার দায়ও স্বীকার করে নিয়েছিলেন খলিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হরজিৎ সিংহ লাড্ডি।
শিখ ফর জাস্টিস সংগঠনের কর্ণধার গুরপাটওয়ান্ত সিংহ পন্নু সেই সময় জানান, কানাডার ব্যবসা গুটিয়ে ভারতে ফিরে যেতে হবে কপিলকে। ক্ষোভ উগরে পন্নু বলেন, ‘‘কপিল বা অন্য মোদী অনুগত ব্যবসায়ীদের কানাডা ছাড়তে হবে। এটা তাঁদের জায়গা নয়। রক্তে ভেজা টাকা নিয়ে ভারতে ফিরে যাও। কানাডা উগ্র হিন্দুত্ববাদীদের আদর্শকে সমর্থন করে না।” পন্নু দাবি করেছেন, যে সব লোক প্রকাশ্যে মোদীর জয়জয়কার করবে, তাদের কানাডায় কোনও স্থান নেই।