এর আগে ছোট পর্দায় ‘সার্কাস’ ধারাবাহিকে তাঁর অভিনয় সাড়া ফেলেছিল। নায়কের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন ‘দিল আশনা’ ছবিতে। ছবির পরিচালক ছিলেন হেমা মালিনী। এই ছবির কাজ চলার সময়েই ডাক পান ‘দিওয়ানা’ ছবির জন্য। তিরিশ বছর আগের সেই নবাগত আজকের ‘বলিউড বাদশা’। তিরিশ বছরের বলিউড সফরে রেকর্ড তৈরি করে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন। তাঁর সাফল্যের বুনিয়াদে রয়েছে পরপর ১৬ টি ছবি। তাঁর কথা বলা, পোশাক, হাঁটাচলায় মন্ত্রমুগ্ধ দর্শক। ছবিতে তাঁর বলা সংলাপ আজও ফেরে ভক্তদের মুখে মুখে। তাঁর সংলাপেই শুরু হয় নতুন প্রেম কাহিনি। পঞ্চাশ পেরিয়ে যাওয়া এই তরুণ নায়কের গালের টোল ফেলা হাসি আজও রং ধরায় মহিলা ভক্তদের মনে।শাহরুখের তিরিশ বছরের উদ্যাপনে ভরে গিয়েছে ভক্তদের শুভেচ্ছাবার্তায়। একজন ভক্ত লিখেছেন,
‘‘আপনি,সাধারণ মানুষ হয়েও কী ভাবে স্বপ্নপূরণ করতে হয় দেখিয়ে দিলেন। অভিনয়ের প্রতি ভালবাসা, ভক্তদের মন জয় করা ও তাঁদের আনন্দ দিয়েই কেটে গিয়েছে আপনার সারা জীবন। আমরাও আপনাকে ততটাই ভালবাসি এসআরকে।’’ ‘কিং খান’ ও উত্তরে তিরিশ বছর ধরে তাঁকে ভালবাসার জন্য ধন্যবাদ জানিয়েছেন ভক্তদের।