Advertisement
E-Paper

হঠাৎ হৃত্বিকের সামনে হাজির অন্য গ্রহের অতিথি! আতঙ্কে সিঁটিয়ে গেলেন প্রেমিকা সাবা

আসলে তাদের ঠিক কেমন দেখতে, কেউ জানে না। কিন্তু দীপাবলিতে এমনই এক অন্য গ্রহের প্রাণীকে চাক্ষুষ করলেন হৃত্বিক রোশন ও তাঁর প্রেমিকা সাবা আজ়াদ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১৪:১৫
A fan dressed as Jadoo from Koi Mil Gaya and surprised Hrithik Roshan

সাবা আজ়াদ ও হৃতিক রোশন। ছবি: সংগৃহীত।

অন্য গ্রহে প্রাণের খোঁজ চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। মাঝেমধ্যেই পৃথিবীর আকাশে অচেনা আলো দেখে মানুষ কৌতূহলী হয়ে পড়ে, তারা কি আসছে? ছবির পর্দায় অবশ্য প্রায়শই তাদের দেখা যায়। তবে আসলে তাদের ঠিক কেমন দেখতে, কেউ জানে না। কিন্তু দীপাবলিতে এমনই এক অন্য গ্রহের প্রাণীকে চাক্ষুষ করলেন হৃত্বিক রোশন ও তাঁর প্রেমিকা সাবা আজ়াদ।

২০০৩-এর ছবি ‘কোই মিল গয়া’-তে হৃত্বিক অভিনীত চরিত্রের সঙ্গে এক ভিন্‌গ্রহীর সখ্য সাড়া ফেলেছিল। সেই এলিয়েনের নাম ছিল ‘জাদু’। দীপাবলিতে সেই জাদুই এসে হাজির হৃত্বিকের সামনে। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। ভিডিয়োয় দেখা যাচ্ছে, গাড়িতে চালকের আসনে বসে হৃত্বিক। পাশেই বসে সাবা। হঠাৎ আগমন সেই অপ্রত্যাশিত অতিথির। সারা গা মোড়া নীল রঙে। পরনে কমলা রঙের কোট। ঠিক যেন সেই ‘কোই মিল গয়া’ ছবির জাদু। তাকে দেখে বেশ অবাক হন হৃত্বিক। তবে তাঁর অভিব্যক্তিই বলে দেয়, খুশিই হয়েছেন তিনি। তবে জড়োসড়ো হয়ে বসেছিলেন সাবা।

এই কাণ্ড ঘটিয়েছেন হৃত্বিকের এক অনুরাগী। হ্যালোউইন ও দীপাবলি উপলক্ষে জাদু সেজে অভিনেতাকে অবাক করতে চেয়েছিলেন তিনি। হৃত্বিক নিজেই ডেকে নিয়েছিলেন সেই জাদু-রূপী ভক্তকে। তার পরে একসঙ্গে ছবিও তোলেন তাঁরা।

২০০৩-এর সেই ছবি আজও দর্শকের মনে থেকে গিয়েছে। হৃত্বিকের বিপরীতে অভিনয় করেছিলেন প্রীতি জ়িন্টা।

উল্লেখ্য, হৃত্বিককে শেষ দেখা গিয়েছে ‘ফাইটার’ ছবিতে। ২০২৪-এর জানুয়ারিতে মুক্তি পেয়েছিল এই ছবি। দীপিকা পাড়ুকোনের সঙ্গে এই ছবিতে প্রথম জুটি বেঁধেছিলেন অভিনেতা। তাঁদের দু’জনের রসায়ন বেশ সাড়া ফেলে দর্শকের মধ্যে।

Hrithik Roshan Saba Azad
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy