Advertisement
০২ মে ২০২৪
AR Rahman

বরাতজোরে বেঁচে ফিরলেন রহমানের ছেলে, শিল্পীদের হয়ে প্রশ্ন তুললেন অস্কারজয়ী সুরকার

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন এআর রহমানের ছেলে, শিল্পীদের হয়ে সরব অস্কারজয়ী সঙ্গীত পরিচালক।

A R Rahman issues statement asking for better safety standards after his son incident

এ বার শিল্পীদের হয়ে সরব হয়েছেন আমিনের বাবা অস্কারজয়ী সুরকার এআর রহমান। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৩ ১৭:০৬
Share: Save:

হতে পারত অনেক বড় কোনও অঘটন। বরাত জোরে বেঁচে ফিরেছেন এআর রহমানের ছেলে। নতুন গানের ভিডিয়ো শুটিং চলছিল। মঞ্চে গাইছিলেন রহমানের ছেলে আমিন রহমান। এমন সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ক্রেন। সঙ্গে ঝুলছিল তিনটি ঝাড়বাতি। ভয়ঙ্কর এই ঘটনার ছবি নিজের ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করেন আমিন। যদিও আমিনের কোনও চোট-আঘাত লাগেনি। তবু সে দিনের সেই ঘটনা যেন দুঃস্বপ্নের মতো আমিনের কাছে। শুধু আমিন নয়, দিন কয়েক আগে মঞ্চে গাইতে উঠে ড্রোনের আঘাতে আহত হন বেণী দয়াল। অনুষ্ঠান চলাকালীন মঞ্চেই বেণীর মাথায় উপর পড়ে যায় ড্রোনটি। মাথায় চোট পান বেণী, কেটে যায় তাঁর আঙুলও। পর পর দু’টি ঘটনায় এ বার শিল্পীদের হয়ে সরব হয়েছেন আমিনের বাবা অস্কারজয়ী সুরকার এআর রহমান।

সঙ্গীত পরিচালক শিল্পীদের সুরক্ষা ও নিরাপত্তার উপর যাতে বাড়তি নজর দেওয়া সেই বিষয়ে নিজের মত ব্যক্ত করেছেন। পাশপাশি ছেলের উপর দিয়ে যে ফাঁড়া গেল, তাকে ‘অলৌকিক’ বলেই মন্তব্য করেছেন।

ঠিক কী হয়েছিল আমিনের?

পেশায় সঙ্গীতশিল্পী অমিন নিজের সমাজমাধ্যমে লেখেন, ‘‘তিন দিন আগে দুর্ঘটনার সাক্ষী আমি। তবে এখন ভাল আছি। তাই ঈশ্বর, মা-বাবা-শুভানুধ্যায়ীদের কাছে আমি কৃতজ্ঞ। একেবারে মঞ্চের মাঝে দাঁড়িয়ে পারফর্ম করছি, এমন সময় ক্রেন সমেত ঝুলন্ত তিনটি ঝাড়বাতি-সহ গোটাটা ভেঙে পড়ে। খনিকের এ দিক-ও দিক হলে এখন হয়তো সব কিছু অন্য রকম হত। আমার হাত-পা কাঁপছিল। এই গোটা ঘটনার আকস্মিকতা থেকে এখনও বেরোতে পারিনি আমি। আতঙ্ক রয়ে গিয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

AR Rahman Injury Accident Concert
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE