টলিউডে কাজ পেতে কি খুঁটি লাগে? আউটসাইডার হয়ে কি আদৌ টলিউডে জায়গা করে নেওয়া যায়? কী বলছেন ‘আউটসাইডার’ সন্দীপ্তা?
বলিউডের পাশাপাশি বেশ কিছু দিন টলিউডেও ফেবারিটিজম-স্বজনপোষণ নিয়ে চলছে কাজিয়া। এ বার রিল লাইফেও জায়গা করে নিল সেই বিতর্ক। ছবির নাম ‘মায়া ভুবন’। পরিচালক অয়ন চক্রবর্তী। মুখ্য ভূমিকায় সন্দীপ্তা সেন। সন্দীপ্তাকে শেষ দেখা গিয়েছিল ‘আয় খুকু আয়’ ধারাবাহিকে, রাহুলের বিপরীতে। আবারও শুটিং ফ্লোরে তিনি। চরিত্রের নাম মায়া।
ছোট শহরের মেয়ে মায়া। ছোটবেলা থেকেই তার ইচ্ছে নায়িকা হবে। তার বাড়ির দেওয়াল জুড়ে টেলি সিরিয়ালের নায়িকাদের ছবি, পেপার কাটিং। বাড়ির মা-কাকিমাদের ছাদে নিয়ে গিয়ে সে কখনও হয়ে ওঠে শ্যামা, আবার কখনও বা ধারাবাহিকের অন্য কোনও চরিত্র… কোনও গডফাদার নেই তাঁর। জানা নেই নায়িকা হওয়ার সিক্রেট! তার স্বপ্ন কি সত্যি হয়? নাকি স্বজনপোষণ-ফেবারিটিজমের শিকার হতে হয় তাকেও?