‘‘সবাই বলেন, হিন্দি ছবির স্ক্রিপ্ট নাকি অবাস্তব। কেথায়? সিনেমার গল্পই তো দেখছি বাস্তবে ঘটছে?’’
দাগী আসামী বিকাশ দুবের এনকাউন্টারকে এভাবেই জ্বলন্ত ভাষায় ঠুকলেন ‘থাপ্পড়’-নায়িকা তাপসী পান্নু। গত সপ্তাহে বিকাশের গ্রামে অভিযান চালানোর সময়আট কনস্টেবলকে গুলি করে মেরেছিল দুবের দলবল। ধরা পরার পরবিকাশ দুবেকে মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে সড়ক পথে নিয়ে আসা হচ্ছিল কানপুরে। তখনই ঘটে গাড়ি দুর্ঘটনা। সেই সুযোগে পালানোর চেষ্টা করে দুবে। তখনই এনকাউন্টারে তার মৃত্যু হয়।
ঘটনা প্রকাশ্যে আসতেই সোশ্যালে টুইট করে প্রশাসনকে রীতিমতো কটাক্ষ করেন তাপসী। তাঁর ব্যঙ্গ—বৃষ্টি ভেজা রাস্তায় পিছলে যায় গাড়ির চাকা। সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পুলিশের জিপ। সেই সুযোগে আহত এক পুলিশের হাতের বন্দুক কেড়ে নিয়ে পালাতে যায় কুখ্যাত বিকাশ দুবে। উপায় না পেয়ে তাকে থামাতে ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসে গুলি। এনকাউন্টারে মৃত দাগী....পুরো ব্যাপারটা একদম বলিউডি চিত্রনাট্যের মতো নয়?