Advertisement
E-Paper

ফেলুদা, একেনবাবুর সঙ্গে ওঠাবসা, তার পরেও সাইবার অপরাধের জালে সহকারী পুলিশ কমিশনার অলোক!

বদলে গিয়েছিল তাঁর ডিপির ছবি। সেই বদল দেখেই পরিচিতেরা সজাগ করেন তাঁকে। অলোকও বুঝতে পারেন, তিনি সাইবার জালে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৭:০৫
(বাঁ দিক থেকে) অনির্বাণ চক্রবর্তী, এসিপি অলোক সান্যাল, টোটা রায়চৌধুরী।

(বাঁ দিক থেকে) অনির্বাণ চক্রবর্তী, এসিপি অলোক সান্যাল, টোটা রায়চৌধুরী। ছবি: ফেসবুক।

সাইবার জালে খোদ পুলিশ! সহকারী পুলিশ কমিশনার অলোক সান্যালের ফেসবুক সাইবার অপরাধীদের কবলে। এখানেই শেষ নয়। তাঁর নাম করে ওই ভুয়ো অ্যাকাউন্ট থেকে পরিচিতদের কাছে টাকাও চাওয়া হচ্ছে। খবর ছড়াতেই বিস্মিত তাঁর পরিচিতেরা। অলোকবাবু বাংলা বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত। নিয়মিত অভিনয় করেন ছোট-বড় পর্দায়, সিরিজ়ে। পর্দায় গোয়েন্দা ‘একেনবাবু’, ‘ফেলুদা’র সঙ্গে ওঠাবসা। সেই তিনি সাইবার জালে জড়াতেই যোগাযোগ করেছিল আনন্দবাজার ডট কম। ফোনের ও পারে অলোকবাবুর রসিকতা, “এই নিয়ে সাত বার আমার ফেসবুক সাইবার অপরাধীদের কবলে! একেই বলে খ্যাতির বিড়ম্বনা।”

কী করে টের পেলেন তাঁর সমাজমাধ্যম সাইবার অপরাধীদের দখলে?

অলোকবাবু জানিয়েছেন, সোমবার তাঁর ফেসবুকের ডিপি বদলে যায়। তিনি কখনও পুলিশি পোশাকে ছবি দেন না। সেই ছবিই এখন জ্বলজ্বল করছে ডিপিতে। এই ছবি দেখে অনেকে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। ছবি পরিবর্তনের কথা জানান। সঙ্গে সঙ্গে টনক নড়ে তাঁর। তিনি লালবাজার সাইবার অপরাধদমন শাখার দায়িত্বপ্রাপ্ত অফিসারদের জানান। তাঁরা অলোকের শঙ্কায় সিলমোহর দেন।

“প্রশাসন যথেষ্ট তৎপরতার সঙ্গে বিষয়টি দেখছে। আশ্বাস দিয়েছে, দ্রুত বিষয়টির সমাধান হবে”, বললেন অলোক। প্রশাসনিক দায়িত্ব সামলানোর পাশাপাশি সদ্য মৈনাক ভৌমিকের ‘বাৎসরিক’ ছবিতে অভিনয় করলেন তিনি। আগামী মাসে মুক্তি পাবে ‘একেনবাবু’র নতুন সিরিজ়। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় সিরিজ়ে তিনি চিকিৎসকের ভূমিকায়। দিন কয়েকের মধ্যে অলোক উড়ে যাবেন উত্তরবঙ্গে। যোগ দেবেন কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ‘ফেলুদা’ সিরিজ়ে। এখানে তিনি রেঞ্জার। “টোটা রায়চৌধুরীর সঙ্গে এর আগে কাজ করেছি ‘যাহা বলিব সত্য বলিব’ সিরিজ়ে। টোটা জাত অভিনেতা। ওঁর ‘ফেলুদা’ রূপ সামনে থেকে দেখার ইচ্ছে ছিল। সেটা পূরণ হতে চলেছে। পরিচালকও আমার খুব প্রিয়”, ‘ফেলুদা’য় অভিনয় প্রসঙ্গে বলেন তিনি।

Alok Sanyal Cyber Crime Tota Roy Chowdhury Anirban Chakrabarti
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy