শোকাচ্ছন্ন অভিষেক বচ্চন। খুব কাছের এক প্রিয়জনকে হারালেন অভিনেতা। সমাজমাধ্যমে শোকের খবর নিজেই ভাগ করে নিলেন।
দীর্ঘ ২৭ বছরের পরিচয়। অভিষেকের অভিনয় সফরের প্রথম দিনেরও সাক্ষী ছিলেন তিনি। তাই শোকে পাথর জুনিয়র বচ্চন। দীর্ঘ দিনের পরিচিত প্রসাধনী শিল্পী অশোক সওয়ান্তের মৃত্যুতে দীর্ঘ পোস্ট করেছেন অভিষেক। অশোকের সঙ্গে ছবিও ভাগ করে নিয়েছেন তিনি।
রবিবার মৃত্যু হয় অশোক সওয়ান্তের। অভিষেক জানান, অভিনয় সফরের প্রথম দিন শুটিং সেটে যাওয়ার আগে প্রসাধনী শিল্পীর পা স্পর্শ করে প্রণাম করেছিলেন তিনি। অশোকের সঙ্গে ছবি ভাগ করে নিয়ে অভিষেক লিখেছেন, “২৭ বছর ধরে অশোক দাদা ও আমি একসঙ্গে কাজ করেছি। প্রথম দিন থেকে উনি আমার প্রসাধন করেছেন। শুধু আমার টিম নয়, আমার পরিবারের অংশ ছিলেন অশোক দাদা। ওঁর দাদা দীপক আমার বাবার প্রসাধন করেছেন ৫০ বছর ধরে।”
আরও পড়ুন:
গত কয়েক বছর ধরে ভুগছিলেন অশোক সওয়ান্ত। তাই নিয়মিত ছবির সেটে আসতে পারতেন না। কিন্তু অভিষেকের শুটিং থাকলেই, তিনি খোঁজ নিতেন। অভিষেক লিখেছেন, “সবসময় ওঁর মুখে হাসি থাকত। খুব আন্তরিক ভাবে আমাকে আগলে রাখতেন। আর ওঁর ব্যাগে অসাধারণ নোনতা চিড়েভাজা রেখে দিতেন। গত রাতে ওঁকে আমরা হারিয়েছি।”
প্রতিটি ছবি শুরুর আগে অশোকের পা ছুঁয়ে প্রণাম করতেন অভিষেক। তাই অভিনেতার স্বীকারোক্তি, “এ বার থেকে আকাশের দিকে তাকিয়ে ভাবব, তুমি হয়তো আমাকে দেখছ আর আশীর্বাদ করছ। তোমাকে ছাড়া শুটিং সেটে যাওয়ার কথা ভেবেই মন ভেঙে যাচ্ছে। তোমার আত্মার শান্তি কামনা করি। তোমাকে আলিঙ্গন। আমাদের আবার দেখা হবে।”