আদিত্য পঞ্চোলি এবং কঙ্গনা রানাউতের সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। অভিনেতার বিরুদ্ধে প্রকাশ্যে একাধিক অভিযোগ এনেছিলেন নায়িকা। আদিত্য তাঁকে শারীরিক নির্যাতন করেছেন, এমন অভিযোগও জানিয়েছিলেন তিনি। কিন্তু জানেন কি, কেন সম্পর্ক ভেঙেছিল কঙ্গনা আর আদিত্যের? সূত্র বলছে, আদিত্যের সঙ্গে সম্পর্কে থাকাকালীন অভিনেত্রী আরও এক অভিনেতার সঙ্গে প্রেমের অভিনয় চালিয়ে যান। নায়িকা যখন ঘুমোচ্ছিলেন তখনই গোপনে তাঁর ফোন ঘেঁটে দেখেন আদিত্য। সেখানেই অন্য এক অভিনেতার সঙ্গে কঙ্গনার গোপন কথোপকথন দেখে ফেলেন তিনি। তার পরেই সিদ্ধান্ত নেন সেই সম্পর্ক ভাঙার।
বছর কয়েক আগে এই সম্পর্ক প্রসঙ্গে কী বলেছিলেন কঙ্গনা? অভিনেত্রী বলেছিলেন, “আমি ওর মেয়ের থেকেও এক বছরের ছোট ছিলাম। আমি ওর স্ত্রীয়ের কাছে গিয়ে বলেছিলাম, আমাকে বাঁচান। কারণ এতটাই ছোট ছিলাম যে আমার সঙ্গে যা ঘটেছিল তা বাবা-মাকেও বলতে পারিনি।” কিন্তু আদিত্যের স্ত্রী জ়ারিনা ওয়াহাব সে সময় তাঁকে কোনও সাহায্য করেননি বলে অভিযোগ করেন কঙ্গনা।
এর পর বাধ্য হয়ে কঙ্গনা পুলিশের সাহায্য চেয়েছিলেন। সে সময় শুধুমাত্র সতর্ক করেই নাকি আদিত্যকে ছেড়ে দেয় পুলিশ। পরে অবশ্য জ়ারিনা স্বীকারও করেছিলেন আদিত্য-কঙ্গনার সম্পর্কের কথা। তবে সম্প্রতি উল্টো সুর তাঁর গলায়। জ়ারিনা বলেন, ‘‘কঙ্গনা বেশ কয়েকবার আমাদের বাড়িতে এসেছে। বরাবরই আদিত্য ভাল ব্যবহার করে এসেছে ওঁর সঙ্গে। আমি বুঝলাম না কী এমন হল! তবে এটা বলতে পারি, আদিত্য তেমন কিছু করেনি।”