নভেম্বরে বিয়ে আদৃত রায়ের। আনন্দবাজার অনলাইনে খবর ছড়াতেই টলিপাড়া সরগরম। পাত্রী কে, কেমন দেখতে? জানতে উদগ্রীব সবাই। এ দিকে দিতিপ্রিয়া রায়ের সঙ্গেও আদৃতের নাম জড়িয়ে তুমুল গুঞ্জন।
এর মাঝেই ইনস্টাগ্রামে হবু বউ-এর ছবি ফাঁস করে দিলেন আদৃতের ‘প্রিয় বান্ধবী’ অনামিকা চক্রবর্তী। ২৫ মার্চ জন্মদিন উপলক্ষে অনামিকার আমন্ত্রণে প্রেমিকাকে নিয়ে আদৃত এসেছিলেন। সেই ছবি ২৮ জুলাই বুধবার ইনস্টাগ্রামে ভাগ করে নেন অনামিকা।
এ দিকে, বন্ধুর হবু বউ-এর ছবি পোস্ট করতে গিয়ে অনামিকা সামনে এনে ফেলেছেন আরও একটি তথ্য। টেলিপাড়ার গুঞ্জন, অনামিকার সঙ্গে নাকি জব্বর প্রেম অভিনেতা উদয়প্রতাপ সিংহের। ছবির দৌলতে সেই গুঞ্জনেও সিলমোহর পড়েছে। উদয়কে দেখা গিয়েছে অনামিকার পাশে। অর্থাৎ, জন্মদিন উদযাপন করতে গিয়ে ফ্রেমের ফাঁদে ছবিতে ধরা পড়েছেন অনামিকা-উদয়। ঘটনাচক্রে ‘মিঠাই’ ধারাবাহিকে উদয় আদৃতের ভগ্নিপতি।