সরস্বতীপুজো মানে ‘বাঙালির ভ্যালেন্টাইন্স ডে’। স্কুলে স্কুলে প্রস্তুতিপর্ব। নেমন্তন্ন করতে যাওয়া। ওই একটা দিন মেয়েদের স্কুলে প্রবেশের ছাড়পত্র ছেলেদের। বর্তমান প্রজন্ম প্রায় ভুলতে বসেছে সে সব। কয়েক বছর আগেও সরস্বতীপুজোয় এমনই দৃশ্য দেখা যেত। কিন্তু অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যকে সরস্বতীপুজো নিয়ে প্রশ্ন করা হলে শুধুমাত্র একটা আক্ষেপের কথাই ভাগ করে নিলেন তিনি।
ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র তিনি। ফলে সেখানে সরস্বতীপুজো নিয়ে বাহুল্য কখনও ছিল না। এ প্রসঙ্গেই তিনি বলেন, “সরস্বতীপুজো মানে স্কুলে যাওয়া। বাসন্তীরঙা শাড়িতে সব মেয়েদের দেখতেই অন্যরকম লাগে ওই দিন। আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি তো তাই পুজোর সেই আনন্দটা পাইনি। সেটাই খালি আক্ষেপ।”
আরও পড়ুন:
স্কুলের পুজো উপভোগ করতে না পারলেও তিনি পাড়ার পুজোর সঙ্গে খুবই যুক্ত থাকতেন। সঙ্গে তাঁর অনেক বন্ধুও ছিল। অম্বরীশ যোগ করেন, “এমনও হয়েছে বাসন্তীরঙা শাড়িতে কোনও মেয়েকে দেখে খুব ভাল লেগেছে। কিন্তু পুজোর পরের দিন সেই মেয়েকে আর সে ভাবে আকর্ষণীয় লাগেনি। এমন ঘটনা মনে হয় কম-বেশি সবার সঙ্গেই হয়েছে। পাড়ার পুজো সামলে এ দিন বন্ধুরা মিলে একসঙ্গে বেরোতাম চারিদিক ঘুরতে। এখনকার পুজোগুলো এ রকম কাটে না মনে হয়।”
উল্লেখ্য,এই মুহূর্তে ‘চিরসখা’, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে তাঁকে দেখছে দর্শক। দুই গল্পে একেবারে ভিন্ন চরিত্রে তাঁর অভিনয় খুবই নজর কেড়েছে সবার।