নায়িকার বদলে নায়কের সঙ্গে রোদে ভিজবেন অনির্বাণ? মঙ্গলবারের ইনস্টাগ্রাম স্টোরি যে সে দিকেই ইঙ্গিত করছে!
অল্প শীত। সকালের মিঠেকড়া রোদ। নিজেকে সেঁকে নিতে মন্দ লাগে না কারওরই। এই দলে নাম লেখাতেই পারেন সাধারণ থেকে সেলেব। তেমনই ‘সান কিসড’ ছবি মঙ্গলবার এক সঙ্গে সামাজিক পাতায় ভাগ করলেন অনির্বাণ ভট্টাচার্য আর রুদ্রনীল ঘোষ। ক্যাপশনও দু’জনেরই এক, ‘রোদ্দুর’।
দুটো ছবি পোস্ট হতেই সন্দেহজনক গন্ধ পেয়ে নড়ে বসেছেন নেটাগরিকেরা। প্রশ্নও ছুঁড়েছেন রুদ্রনীলকে, ‘‘রোদ্দুর নামক কিছু পাব এই শীতে? ওয়েব সিরিজ নাকি সিনেমা? অনির্বাণদাকেও দেখলাম সেম ক্যাপশন!’’
আরও পড়ুন: ফের বলিউডে কাস্টিং কাউচ! অভিযুক্ত ধর্ষকের সঙ্গে অক্ষয় কুমারের ‘বেল বটম’-এর নাম জুড়ল
ফোনে রুদ্রনীলের থেকে ছোট্ট উত্তর মিলল নেটাগরিকদের প্রশ্নের, ‘‘অনেক দিন ধরেই ইচ্ছে অনির্বাণকে নিয়ে কাজ করার। কিন্তু পরিস্থিতি যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে, দর্শক আবার আগের মতো হলে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত ইচ্ছেটাই সার।’’