করোনা ফের থাবা বসাচ্ছে টেলি পাড়ায়। ভরত কল, জয়শ্রী মুখোপাধ্যায়ের পর করোনা আক্রান্ত ‘মোহর’, ‘খড়কুটো’-খ্যাত অনুশ্রী দাস। আনন্দবাজার ডিজিটাল যোগাযোগ করেছিল অভিনেত্রীর সঙ্গে। অনুশ্রী বলেন, ৩০ মার্চ থেকে গায়ে অসহ্য ব্যথা শুরু হয় তাঁর। তার পরেই জ্বর আসে। সঙ্গে সঙ্গে তিনি করোনা পরীক্ষা করান। সম্প্রতি রিপোর্ট হাতে পেয়েছেন। জেনেছেন, তিনি কোভিড পজিটিভ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ১৪ দিন নিভৃতবাসে থাকার পর আবার কাজে যোগ দেবেন।
অভিনেত্রী জানিয়েছেন, ‘‘সারা শরীরের হাড়ে ব্যথা, মাথা ব্যথা ছাড়া আর কোনও সমস্যা নেই আমার। দিব্য গন্ধ, স্বাদ টের পাচ্ছি। তবে হালকা ঠান্ডা লেগেছে। খিদে আর ঘুম একেবারেই চলে গিয়েছে। প্রচণ্ড দুর্বলতাও রয়েছে।’’ নিজের ঘরেই নিভৃতবাসে অনুশ্রী। ঘরের বাইরে এক পা-ও রাখছেন না তিনি। এমনকি বারান্দাতেও যাচ্ছেন না। তবে ভ্যাক্সিন এখনও নেওয়া হয়নি। সুস্থ হয়ে উঠেই সেই কাজ আগে সারবেন, জানিয়েছেন অভিনেত্রী।