৩ দিন আগে বেবি বাম্পের ছবি দিয়ে সুখবর দিয়েছিলেন অভিনেত্রী। প্রথম সন্তানের জন্য অপেক্ষারত দিয়া মির্জার ইনস্টাগ্রাম ভরে উঠছে খোশমেজাজি পোস্টে। মা হতে চলেছেন তিনি। তাঁর নতুন ভিডিয়োয় সে আনন্দ স্পষ্ট।
ইস্টারের মরশুমে তাঁর অনুরাগীদের শুভেচ্ছা জানালেন নব-বধূ এবং সন্তানসম্ভবা বলি তারকা। ‘স্লো মোশন’ ভিডিয়োয় দেখা যাচ্ছে, ঢিলে পোশাকে গাছপালার মাঝখান দিয়ে হেঁটে আসছেন দিয়া। মুখে হাসি। গাছের ফাঁকফোকর দিয়ে গায়ে এসে পড়ছে সূর্যের আলো। নেপথ্যে বাজছে একটি সুর। তার তালে তালে ঘুরছেন অভিনেত্রী।