বয়স তো সংখ্যা মাত্র! গত কয়েক দিনে বুঝিয়ে দিয়েছেন বলিউ়ডের তারকারা। কিছু দিন আগেই সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন আমির খান। ৬০ বছর বয়সেও জীবনে প্রেম আসতে পারে, বুঝিয়ে দিয়েছেন বলি তারকা। অন্য দিকে আরবাজ় খান বুঝিয়ে দিয়েছিলেন, বাবা-মা হওয়ারও কোনও নির্দিষ্ট বয়স নেই। বহু দিন জল্পনার পরে জানা গিয়েছিল, মা হতে চলেছেন সুরা খান।
আরবাজ়ের বয়স এখন ৫৭ বছর। সুরা খানের ৩৪। ছবিশিকারিদের ক্যামেরায় প্রথম ধরা পড়েছিল সুরা খানের স্ফীতোদর। তবু, যুগলের মুখে ছিল কুলুপ। এ বার আরবাজ় নিজেই জানালেন সুখবর। এক সাক্ষাৎকারে আরবাজ় সন্তানের প্রসঙ্গে বলেন, “যে খবর ছড়িয়েছে, তা আমি অস্বীকার করছি না। আমার পরিবার সবই জানে। বাইরের সকলেও এক না একদিন সবটা জানতেই পারত। যদিও সবটা বাইরে থেকে বোঝাই যাচ্ছে।”
সন্তান আসছে, এই খবর নিজেরা এত দ্রুত জানাতে চাননি। তবে জানাজানি হয়ে যাওয়ায় কোনও আপত্তি নেই বলেও দাবি করেন আরবাজ়। তাই আর রাখঢাক না করেই অভিনেতা বলেন, “আমাদের দু’জনের জন্যই এটা খুব আনন্দের সময়। আমরা খুবই খুশি। একটা নতুন প্রাণকে আমাদের জীবনে স্বাগত জানাতে চলেছি।”
তবে নতুন অতিথিকে নিয়ে বেশ চিন্তায় রয়েছেন আরবাজ় ও সুরা। তিনি বলেছেন, “কয়েক দিনের মধ্যেই আমি বাবা হয়ে যাব। এটা একেবারে তরতাজা অনুভূতি। নতুন করে বাবা হওয়ার আনন্দ উপভোগ করব। তাই আমি খুবই উত্তেজিত। আমি সন্তানের অপেক্ষায় রয়েছি। নতুন করে দায়িত্ব নেওয়ার অনুভূতি উপভোগ করব আমি।”
২০১৭ সালে প্রথম স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন আরবাজ়। দীর্ঘ ১৯ বছরের দাম্পত্য ছিল তাঁদের। ২২ বছরের পুত্র সন্তানও রয়েছে মালাইকা-আরবাজ়ের। ২০২৩ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেছিলেন আরবাজ় ও সুরা খান।