শুক্রবারের দুপুর। মুম্বই উড়ে গেলেন চিরঞ্জিৎ চক্রবর্তী। বাংলার অভিনেতাদের কাছে বলিউড এখন আর বেশি দূরের নয়। কাজের সুবাদে তাঁরা যেন নিত্যযাত্রী! চিরঞ্জিৎ-ও নিশ্চয়ই সেই তালিকাভুক্ত? অভিনয় থেকে বেশ কিছু দিন বিরতির পরে আবারও তিনি স্বমহিমায়। সিরিজ়, ছবিতে চুটিয়ে অভিনয় করছেন।
দ্বিতীয় ইনিংসে কি এ বার নজরে বলিউড?
খবর পেয়ে অভিনেতার সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার ডট কম। পর্দার ‘ভাদুড়ি মশাই’ তত ক্ষণে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছেন। বললেন, “কাকাবাবুর শুটিং আছে। তার জন্য মুম্বই যাচ্ছি।” প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন ওখানে। তাঁর বাড়িতে উঠবেন। আজকের দিনটা মুম্বইয়ে থেকে আগামী কাল তাঁরা হুবলি যাবেন। সেখান থেকে যাবেন হাম্পি। রবিবার চন্দ্রাশিস রায়ের ‘বিজয়নগরের হীরে’র শুটিং শুরু হবে। চিরঞ্জিৎ এখানে পর্দার ‘কাকাবাবু’ ওরফে প্রসেনজিতের গুরু ‘বিপি শর্মা’র চরিত্রে অভিনয় করছেন।
আরও পড়ুন:
ছবিতে ‘বিপি শর্মা’র উপস্থিতি সংক্ষিপ্ত হলেও যথেষ্ট জোরালো এবং গুরুত্বপূর্ণ। ‘কাকাবাবু’ তাঁকে ডেকে পাঠিয়েছেন রহস্য সমাধানে সহযোগিতা করার জন্য। ‘দুই ভাই’ ছবিতে এই দুই অভিনেতার অভিনয় বাংলা বিনোদন দুনিয়া আজও মনে রেখেছে। বাস্তবেও তাঁরা ভাল বন্ধু। এই সুযোগে কি সেই সম্পর্ক আরও এক বার ঝালিয়ে নেবেন? জবাবে বর্ষীয়ান অভিনেতার রসিকতা, “বুম্বা খুবই অতিথিপরায়ণ। কিন্তু আমিও বুম্বার মতোই মেপে খাই। ভাত খাওয়া বহু কাল ছেড়ে দিয়েছি। চিকেন স্যুপ, বেবি কর্ন খাই। তাই আমাকে খাইয়ে খুব সুখ পাবে না।” শুটিং ফুরোলে হুগলি থেকে কলকাতায় ফিরবেন চিরঞ্জিৎ।