লিখেছিলেন দেব, ৪৪৪৪ দিন পরে, বিধাতার ইচ্ছায় তিনি এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় পর্দায় মুখোমুখি। বেশ কিছু দিন কেটে গিয়েছে। আনন্দবাজার ডট কমে শুভশ্রী সম্পর্কে বলতে গিয়ে বেশ কিছু ক্ষণ সময় চুপ করে ছিলেন তিনি। পরে বললেন, “একজন মেয়ে হয়ে শুভশ্রী যে ভাবে কাজ এবং সংসার সামলাচ্ছেন তা আলাদা করে উল্লেখের দাবি রাখে। আমি ধূমকেতু আবার দেখলাম, দায়িত্ব নিয়ে বলছি এই ছবিতে ওর অভিনয় সেরা অভিনয়।”
তাঁদের কথা হয়নি শেষ ১০ বছর। দেবের মনে নেই শুভশ্রীর সঙ্গে শেষ বার কী কথা হয়েছিল। দেখা হলে কী কথা বলবেন? নরম হয়ে আসে দেবের কণ্ঠ বললেন, “কিছু ঠিক করিনি। কী বলব জানি না। কিছু কথা কি বাকি রয়ে গিয়েছে যা বলা হয়নি? আমার কোনও ধারণাই নেই ওর সঙ্গে প্রথম দেখা হলে কী ভাবে কথা শুরু করব।”
দীর্ঘ নয় বছরের প্রতীক্ষা। ১৪ অগস্ট মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ‘ধূমকেতু’। এত বছর পর আবারও পর্দায় দেব-শুভশ্রী জুটি। বাড়তি উত্তেজনা দর্শকমহলে। ইতিমধ্যেই ছবির প্রথম গান নিয়ে আলোচনা তৈরি হয়েছে। শুরু হয়েছে জোরকদমে প্রচার। ছবির সূত্রেই কি আবার একসঙ্গে দেখা যাবে দেব এবং শুভশ্রীকে? সেই প্রশ্ন থেকেই যায়।