Advertisement
E-Paper

কে তুমি তন্দ্রাহরণী? পরেছ নীল বিকিনি, ‘রক্তবীজ ২’ ছবিতে আর কী কী চমক থাকছে?

সমাজমাধ্যম জুড়ে তোলপাড়। প্রকাশ্যে এসেছে পুজোর ছবি ‘রক্তবীজ ২’-এর প্রথম ঝলক। খুব অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়ল মিমি চক্রবর্তীর বিকিনি লুক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১২:৫২
বিকিনি লুকে মিমির চমক!

বিকিনি লুকে মিমির চমক! ছবি: সংগৃহীত।

অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবিতে যিনি চুমু খেতে চান না, তিনি পরলেন বিকিনি। দিগন্ত বিস্তৃত নীল জল। সমুদ্রের সঙ্গে মিশেছে ঘন নীল আকাশ। হাঁটু জলে দাঁড়িয়ে নীল বিকিনিতে অভিনেত্রী মিমি চক্রবর্তী।নোনতা ভিজে চুলে সমুদ্র থেকে উঠে আসছেন নায়িকা। বুধবার সকালে সমাজমাধ্যম জুড়ে যেন শুধু এই একটাই ছবি। ভাসিয়ে দিলেন তিনি। চারিদিকে বৃষ্টির লেশমাত্র নেই। গলদঘর্ম অবস্থায় যখন সবাই অফিসের ব্যস্ততায় বাসে, ট্রামে ঠেলাঠেলি করছেন ঠিক সেই সময়ে মুঠোফোন নায়িকার উষ্ণ ছবি। যা দেখে রীতিমতো কুপোকাৎ তাঁর অনুরাগীরা। কেউ লিখেছেন, “আগুন।” কারও আবার মন্তব্য, “চোখ ফেরানো যাচ্ছে না।”

পুজোয় আসছে মিমি এবং আবীর চট্টোপাধ্যায় অভিনীত নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘রক্তবীজ ২’। সংযুক্তার চরিত্রে নায়িকাকে এমনিতেই বিপুল ভালবাসা দিয়েছেন দর্শক। ফলে এই ছবি নিয়ে কৌতূহল এ বার দ্বিগুন। পর্দায় দাপুটে পুলিশ কর্তার চরিত্রে অভিনেত্রী। সেখানে যে বিকিনি লুকে মিমিকে দেখা যাবে তা অনেকেই ভাবতে পারেননি। মিমির সমসাময়িক আর কোনও বাঙালি নায়িকাকে এই ধরনের বিকিনি লুকে আগে কখনও দেখা যায়নি।

ছবির শুটিং করতে ব্যাঙ্ককে উড়ে গিয়েছিল গোটা টিম। সে ঝলকও দেখা গিয়েছিল সমাজমাধ্যমের পাতায়। শোনা গিয়েছে, ‘রক্তবীজ ২’ নাকি আরও বেশি অ্যাকশনে ভরপুর। মিমি এ বারেও নিজের স্টান্ট নিজেই করেছেন। ঘটেছিল অঘটনও। শুটিং করতে গিয়ে পা কেটে রক্তারক্তি কাণ্ড হয়েছিল। শুটিং থামিয়ে সকলে ঘিরে ধরেছিলেন ছবির নায়িকাকে। মিমি তখনও নির্বিকার। পরের শটের জন্য নিজেকে প্রস্তুত করছেন! বিকিনি ছবিতে মিমিকে দেখে যেমন দর্শক যেমন অবাক হয়েছেন। সেই সঙ্গে এই ছবির উপরি পাওনা হল মিমি, নুসরত জুটির প্রত্যাবর্তন। এ বারের পুজোয় নাকি তাঁরা হাতে হাত রেখে উপস্থিত হবেন এই ছবিতে।

Raktabeej 2 Tollywood Shiboprosad Mukherjee Nandita Roy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy