Advertisement
E-Paper

আদরের নাতির জন্মদিন, ঠাকুমা মিঠুকে কী নামে ডাকে গৌরব ঋদ্ধিমার ছেলে ধীর?

নাতি-নাতনিরা তাদের ঠাকুমা, ঠাকুরদার কাছে খুবই আদরের হয়। গৌরব-ঋদ্ধিমার ছেলে ধীরও খুব আদরের।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৩
Actor Gaurav Chakrabarty and Ridhima Ghosh celebrates their son\\\'s second birthday

নাতি ধীরের জন্মদিনের অনুষ্ঠানে সপরিবার সব্যসাচী চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

বাড়িভর্তি অতিথি। উপলক্ষ চক্রবর্তী পরিবারের সবচেয়ে খুদে সদস্যর জন্মদিন। ১৬ সেপ্টেম্বর দু’বছরে পা দিল গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষের একমাত্র ছেলে ধীর। সেই আনন্দেই সন্ধ্যায় জমজমাট বাড়ি। নাতির জন্য এ দিন কী কী উপহার দিলেন ঠাকুরদা সব্যসাচী চক্রবর্তী এবং ঠাকুমা মিঠু চক্রবর্তী?

ফোনের ও পারে ছোট্ট ধীরের কথা ভেসে আসছে৷ নাতির সঙ্গে খুনসুটির মাঝেই মিঠু বললেন, ‘‘নাতি, নাতনি দু’জনেই বড় আদরের। ওই বলে না, আসলের থেকে সুদ বেশি। বিষয়টা ও রকমই! ধীরের জন্য অনেক কিছুই কিনেছি৷ কিন্তু নাতি-নাতনির জন্য উপহার কিনে বলতে আছে নাকি!’’

ঠাকুমাকে আদর করে ‘আম্মা’ বলে ডাকে গৌরব-ঋদ্ধিমার একরত্তি। দুই দাদু, ঠাকুমা, কাম্মা, কাকা, দিদি সবাই মিলে ধীরের জন্মদিন পালনের পরিকল্পনা করেছেন। জন্মদিনের বেশ কিছু মুহূর্ত ইতিমধ্যেই ভাগ করে নিয়েছেন মা ঋদ্ধিমা।

তিনি লেখেন, ‘‘আমার ছোট্ট সোনার দু’বছর হল৷ তোমার সঙ্গে কাটানো প্রতি মুহূর্ত ম্যাজিকের মতো৷ তোমার উদ্দীপনা সারল্য যেন সারাজীবন এমনই থাকে। তোমার মা হতে আমি খুশি।’’

Ridhima Ghosh Gaurav Chakrabarty Sabyasachi Chakrabarty Mithu Chakraborty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy