আরও একবার ভুল বোঝাবুঝি। আরও একবার প্রযোজনা সংস্থার মধ্যস্থতায় মিটমাট। ‘কলটাইম’ পেয়ে ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর শুটিংয়ে ফিরছেন অভিনেতা জীতু কমল। রাতারাতি এই ঘোষণায় চওড়া হাসি তাঁর অনুরাগীদের মুখে।
অভিনেতা সমাজমাধ্যমের বার্তায় লিখেছেন, “আশা রাখি, আর কোনও অনভিপ্রেত ঘটনা ঘটবে না।” দর্শকের প্রতি তাঁর আশ্বাস, “আবার সুন্দর ভাবে আপনাদের মনোরঞ্জন করব বলে প্রতিশ্রুতিবদ্ধ হলাম।”
কিন্তু সদ্য ঘটে যাওয়া কলহ কি এত সহজে ভুলতে পেরেছেন তিনি? সব ভুলে আগের মতো অভিনয় করতে পারবেন নায়িকার সঙ্গে?
এই প্রশ্ন নিয়ে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল জীতুর সঙ্গে। তিনি জানিয়েছেন, এই প্রসঙ্গে আর কথা বলতে চান না। প্রযোজনা সংস্থার পক্ষ থেকেও নতুন করে বিষয়টি নিয়ে কথা বলতে চাননি কেউ। তবে জানা গিয়েছে, সমস্যা মিটেগিয়েছে। পরিস্থিতি শান্ত।
ধারাবাহিকের শুরুতে কিন্তু সদ্ভাব ছিল জীতু ও দিতিপ্রিয়া রায়ের মধ্যে। তাঁদের অভিনয়, তাঁদের রসায়ন ছাপ ফেলেছিল পর্দাতেও। কয়েক মাস আগে প্রথম গোলযোগের সূত্রপাত। নিজেদের নির্দোষ প্রমাণ করতে গিয়ে নায়ক-নায়িকা প্রকাশ্যে আনেন ব্যক্তিগত বার্তালাপ! সে সময়েও উভয়কে থামাতে এগিয়ে এসেছিল প্রযোজনা সংস্থা। তখনও জীতু-দিতিপ্রিয়া জানিয়েছিলেন, তাঁরা তিক্ততা মনে রাখবেন না।
এ বারের কোন্দল প্রসঙ্গে দিতিপ্রিয়া এখনও কোনও বার্তা দেননি। সংবাদমাধ্যমেও কোনও বক্তব্য জানাননি। তবে এ বারের কলহের পর জীতু আর নায়কের ভূমিকায় অভিনয় করতে চান না, এ রকমই আভাস মিলেছিল। তাই আবার মিটমাটের পরে তাঁর তরফ থেকেই প্রথমে বার্তা এসেছে। তিনি প্রথমে ধন্যবাদ জানিয়েছেন টেকনিশিয়ানদের। তাঁর ছোটপর্দার অভিনয়জীবনে এঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানান। এ-ও লিখেছেন, জীতুর কাছে ‘জীবন্ত ঈশ্বর’ তাঁর দর্শক। তাঁরাই তাঁকে ‘তারকা’ বানিয়েছেন। তাই টেকনিশিয়ান এবং দর্শকের কথা মাথায় রেখে, প্রযোজনা সংস্থা ‘এসভিএফ’ এবং জ়ি বাংলা চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে হাত মিলিয়ে অভিনয়ে ফিরছেন জীতু।