ক্ষুব্ধ অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। “আমার স্বর্গীয় মা কী অপরাধ করেছে যে এইরকম নোংরা ন্যক্কারজনক মন্তব্য ধেয়ে আসবে!” এই নিগ্রহের প্রতিবাদ জানিয়ে উত্তরপাড়া থানায় এফআইআর দায়ের করলেন তিনি।
কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। সমাজমাধ্যমে বেশ সক্রিয়। প্রায়ই তাঁকে বিভিন্ন বিষয় নিয়ে ভ্লগ করতে দেখা যায়। তেমনই একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছিলেন তিনি। সেখানেই মন্তব্য করে বসলেন এক মহিলা। কাঞ্চন বা শ্রীময়ীকে নয়। অভিনেতার প্রয়াত মায়ের প্রসঙ্গ এনে অশ্লীল মন্তব্য করেন তিনি। “আমরা কুমন্তব্য, মিথ্যে অপবাদ দেখে দেখে অভ্যস্ত। কিন্তু বিষয়টিতে যখন আমার মাকে টেনে এনে কুকথা বলা হল আমি নিজেকে তখন আর ঠিক রাখতে পারিনি। একজন অপরিচিত রুচিশীল মহিলার এ কী ধরনের ব্যবহার! যা খুশি তাই তো বলা যায় না।” অত্যন্ত বিরক্ত হয়ে বললেন কাঞ্চন।
প্রথমে তিনি সাইবার ক্রাইমে ইমেল মারফত অভিযোগ জানান। পরবর্তীকালে জানতে পারেন, যে মহিলা এই কুরুচিকর মন্তব্যটি করেছেন, তিনি উত্তরপাড়ার বাসিন্দা, রূপচর্চাশিল্পী। কাঞ্চন বিস্মিত, এমন একজন মানুষ হঠাৎ তাঁর মাকে নিয়ে এইরকম মন্তব্য কী করে করতে পারেন! রেগে গিয়ে বললেন, “এ বার প্রতিবাদ করতেই হবে। মানুষকে বুঝিয়ে দিতে হবে সমাজমাধ্যমে ক্ষোভপ্রকাশ করতে গিয়ে যা খুশি লিখে দেওয়া যায় না।” উত্তরপাড়া থানায় মহিলার নামে এফআইআর দায়ের করেছেন কাঞ্চন। বললেন, “এটাও তো এক ধরনের নিগ্রহ। দিনের পর দিন চলে আসছে। আর এড়িয়ে যাওয়া নয়, এ বার প্রতিবাদ হোক।” মানসিক ভাবে বিপর্যস্ত কাঞ্চন মনে করিয়ে দিলেন, একজন অভিনেতা বা সাংসদ হিসাবে নয়, সাধারণ মানুষ হিসাবেই তিনি এই অপরাধের বিচার চান।