Advertisement
E-Paper

থিয়েটার পরিচালনায় খরাজ

পরিচালক হিসেবে ডেবিউ করছেন খরাজ মুখোপাধ্যায়। সিনেমায় নয়, নাটকে। শুধু পরিচালনা নয়, নাটকটির রচয়িতাও তিনি।

শেষ আপডেট: ২৯ জুন ২০১৮ ০৭:০০
খরাজ

খরাজ

পরিচালক হিসেবে ডেবিউ করছেন খরাজ মুখোপাধ্যায়। সিনেমায় নয়, নাটকে। শুধু পরিচালনা নয়, নাটকটির রচয়িতাও তিনি। ‘‘অবসরে লেখালিখি করি। ‘পড়ে পাওয়া ১৬ আনা’র জন্মও এই ভাবে। গল্পটি লিখেছিলাম সিনেমার জন্য, কিন্তু কোনও প্রযোজক পাইনি। সব গল্প তো আর নাটকে রূপান্তর করা যায় না, কিন্তু এটা করা গেল,’’ বললেন খরাজ। এই নাটকে তাঁর নির্দেশনায় অভিনয় করছেন রাজেশ শর্মা। বহু দিন যিনি থিয়েটার থেকে বিচ্ছিন্ন। নাটকের প্রযোজনা করছে ‘বেহালা ব্রাত্যজন’। ‘‘এক দিন নাটকের মহড়া দেখতে রাজেশ আসে। নাটক দেখে ও একটা পার্ট চায়। কিন্তু তখন কোনও চরিত্র বাকি ছিল না। রাজেশের ইচ্ছের কথা শুনে ‘বেহালা ব্রাত্যজন’-এর সুপ্রিয় চক্রবর্তী নিজের চরিত্রটা দলের একটি ছেলেকে দিয়ে দেয়। আর রাজেশ তার চরিত্রটি করে,’’ বলছিলেন খরাজ। বহু দিন আগে উষা গঙ্গোপাধ্যায়ের ‘রঙ্গকর্মী’তে একসঙ্গে কাজ করেছিলেন খরাজ এবং রাজেশ। খরাজ ‘অযান্ত্রিক নাট্য সংস্থা’র সঙ্গে জড়িত। আজও নাট্যদলের ‘প্রথম পাঠ’-এ অভিনয় করেন। তা হলে প্রথম পরিচালনা ‘বেহালা ব্রাত্যজন’-এর সঙ্গে কেন? ‘‘প্রথমে নাটকটা শুনিয়েছিলাম ‘অযান্ত্রিক’-এর সকলকে। দলের সকলে প্রশংসা করলেও বুঝতে পারলাম এই নাটক করার মতো পরিকাঠামো নেই।’’

সুপ্রিয় নাটকটি শুনে নিজের দলের সদস্যদের নিয়ে নাটকটি পরিচালনা করার অনুরোধ করেন খরাজকে। ‘‘এই নাটক সকলের জন্য। কারণ বিনোদনকে মাথায় রেখেই লিখেছি। এতে কীর্তন আছে, হোলি আছে আবার আইটেম গানও আছে। ব্যঙ্গ-কৌতুকে ভরপুর নাটক,’’ বললেন পরিচালক। সঙ্গীত পরিচালনায় খরাজের পুত্র বিহু মুখোপাধ্যায় এবং কস্টিউম ডিজ়াইন তাঁর স্ত্রীয়ের। ৭ জুলাই খরাজ মুখোপাধ্যায়ের জন্মদিন। জন্মদিনে তিনি নিজেকেই নাটকটি উপহার দিচ্ছেন, জানালেন আনন্দ প্লাসকে।

Kharaj Mukherjee Actor Theatre Tollywood Celebrities খরাজ মুখোপাধ্যায়
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy