দিদির বিয়ে। বরযাত্রীতে ঠাসা বাড়ি। তার মধ্যেই অপু আর তার দিদির দেওর দীপুর রাগ-অনুরাগের পালা। কখনও খাবার দিতে গিয়ে বেসামাল অপু। কখনও মুঠোফোনের টাওয়ারের হদিশ দিতে দিদির দেওরকে নিয়ে ছাদের সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে পা হড়কে তারই আলিঙ্গনে!
প্রেম যখন ঘন ‘হব হব’ করছে তখনই বেজে উঠল বলিউডি ছবি ‘ভুলভুলিয়া’র বিখ্যাত গান ‘হরে রাম হরে রাম’। ফুল, শালুর কাপড়ে মোড়া বিয়েবাড়ির সাজানো গেট দিয়ে একদম অক্ষয় কুমার স্টাইলে এন্ট্রি নিখিলের! দিব্যি সবাইকে নিয়ে মেতেও উঠলেন নাচে। অপু-দীপুরা প্রথমে সামান্য ভ্যাবাচ্যাকা খেলেও পরক্ষণেই সামলে নিয়ে সমানে সমানে তাল মেলালেন।
নিখিল মধ্যমণি। তাকে ঘিরে নাচছে দীপু, অপু বিয়ে বাড়ির বাকিরাও। এমনকি অপুর দিদিও নিজের বিয়ে ভুলে নাচের আসরে! সবার পোশাকেও ব্যাপক পরিবর্তন। নিখিল স্টাইলিশ গোলাপি পুলওভার, কালো জিন্সে। প্রায় একই সাজ অপুরও। কোমর ছাপিয়ে নেমেছে খোলা চুল। পাশে তার দিদি। একমাত্র দীপুই মেনেছে বিয়েবাড়ির ড্রেস কোড। তার পরনে জমাটি কাজের মেরুন পাঞ্জাবি আর সাদা চোস্ত।
শ্যামা, কৃষ্ণাকে ছেড়ে নিখিল হঠাৎ অপুর দিদির বিয়েতে কী করছে?
নাচের ভিডিয়ো ক্লিপিং ইনস্টাগ্রামে শেয়ার করে পুরোটাই খোলসা করেছেন ‘নিখিল’ ওরফে নীল ভট্টাচার্য। জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘অপরাজিতা অপু’। গল্প শুরু অপুর দিদির বিয়ে দিয়ে। সেই সেটেই অপু-দীপুদের সঙ্গে এক চোট নেচে নিলেন নীল।
আরও পড়ুন: তিন মাসে পা দিল ইউভান! মায়ের কোলে বসে ‘পাউটিং’ উপহার একরত্তির
আরও পড়ুন: দু’দুবার মারধর করার অভিযোগ দায়ের হয়েছিল অভিনেত্রী আর্যার বিরুদ্ধে