জন্মের পর শুধুই হাতের চেটো, পায়ের পাতার ছবি। ঠিক এক মাস ২৪ দিন পর তার ঝলক দেখা গেল ইনস্টাগ্রামে। মা পূজা বন্দ্যোপাধ্যায়, বাবা কুণাল বর্মার কোলে। ক্যামেরার থেকে পিছন ফিরে। কৃশিব কিছুতেই মুখ দেখায় না!
একটু একটু করে বড় হচ্ছে তারকা সন্তান। ধাপে ধাপে বাড়ছে নিজেকে সামনে আনার ভঙ্গিও। এ বার আর কারও কোলে চেপে নয়, বিছানায় একা শুয়ে খেলা করতে করতেই ভিডিয়ো তুলে ফেলেছে বড়দের মতো! ছোট্ট পায়ে নরম কাপড়ের খরগোশ জুতো। দুই মুঠি ঢাকা কমিকস মোটিফ আঁকা গ্লাভসে। গায়ে হলুদের উপর ধূসর রঙা স্ট্রাইপড। শুয়ে শুয়ে হাত-পা নেড়েচেড়ে আপন মনে খেলায় মত্ত একরত্তি।
ছবির মতো ভিডিয়োতেও কৃশিবের মুখ আড়ালেই! কেন? নেটাগরিকদেরও আবদার, ‘ভিডিয়োটি অনবদ্য। শুধু একটাই ত্রুটি। মুখের ক্লোজআপ নেই! আমরা কৃশিবের মুখ দেখতে চাই।’ কেউ বলেছেন, ‘ফেস তো দেখতেই পেলাম না!’ তখনই আর এক নেটাগরিকের সাবধানবাণী অভিনেত্রী মাকে, ‘বাচ্চার মুখ দেখাবেন না। নজর লেগে যাবে।’
আরও পড়ুন: বেবো ফিরছেন মুম্বইয়ে, রোদে ভেজা ছবি পোস্ট করে বিদায় পাহাড়কে
এই কারণেই কি কোনও ছবিতে ছেলের মুখ দেখাচ্ছেন না পূজা?
তবে এতে ফ্যান ফলোয়ার্স বাড়ছে কৃশিবের। জন্মেই লাইমলাইটে। হাজার হাজার ফ্যান ফলোয়ার্স। সোশ্যাল মিডিয়ায় লাইকের পর লাইক। কৃশিব যে স্টার কিড!
আরও পড়ুন: ইনস্টাগ্রামে ঝলক পূজার ছেলের, নিমেষে ভাইরাল ‘কৃশিব’