Advertisement
E-Paper

জন্মদিনে চেন্নাইয়ে ঋত্বিকা, তামিল ছবির শ্যুটে ব্যস্ত

পরিচালক কে. এস অধিয়ামনের আগামী তামিল ছবি ‘কাদল কাদই সোল্লাভ’-র নায়িকা তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ১৬:৫০
ঋত্বিকা সেন।

ঋত্বিকা সেন।

শনিবার, ৫ ডিসেম্বর ঋত্বিকা সেনের জন্মদিন। এদিকে নায়িকা গত সাত দিন ধরে চেন্নাইতে। পরিচালক কে. এস অধিয়ামনের আগামী তামিল ছবি ‘কাদল কাদই সোল্লাভ’-র নায়িকা তিনি। অধিয়ামন এর আগে বলিউডে এক ফ্রেমে ধরেছিলেন শাহরুখ খান-মাধুরী দীক্ষিত-সলমন খানকে। জনপ্রিয় ‘হাম তুমহারে হ্যায় সনম’ ছবিতে। ঋত্বিকার বিপরীতে গায়ক-নায়ক নকুল। যিনি ১৭ বছরে ধরে তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ। যাঁর ঝুলিতে ১২টি ছবি। তিনে প্লেব্যাক করেছেন ৯টি ছবিতে।

কী ধরনের ছবি ‘কাদল কাদই সোল্লাভ’? চেন্নাই থেকে শনিবার জন্মদিনের সকালে ফোনে আনন্দবাজার ডিজিটালকে অভিনেত্রী জানালেন, মিষ্টি প্রেমের ছবি। অ্যাকশনও থাকবে। সঙ্গেও এও বললেন, একটু অস্বস্তি হয়েছিল চেন্নাইয়ে পৌঁছোনোর আগে। তামিল ভাষা ঠিক মতো বলতে পারবেন তো! চরিত্র অনুযায়ী নিজের অভিব্যক্তিও সঠিক ভাবে ফুটিয়ে তুলতে হবে।

গত সাত দিন শ্যুটিংয়ের পর কী মনে হচ্ছে? ঋত্বিকার উত্তর, সিনিয়রেরা খুশি তাঁর কাজে। না পারলে ওঁরা ধরিয়ে দেন। শট রি-টেক করেন। নকুলও অনেকটাই সাহায্য করছেন সেটে।

A post shared by Rittika Sen (@rittika_sen)

তামিল ছবির পাশাপাশি বাংলাতেও তাঁর ঝুলিতে একাধিক ছবি। খুব শিগগিরিই মুক্তি পেতে চলেছে নীহার দত্তের ‘আমার চ্যালেঞ্জ’। শুক্রবার অনুরাগীদের রিটার্ন গিফট হিসেবে সেই ছবিরই লুক অভিনেত্রী আগাম পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

অভিনেত্রীর কথায়, ‘আমার চ্যালেঞ্জ’ আদ্যন্ত রোম্যান্টিক থ্রিলার। চরিত্রের পাশাপাশি লুকসেও দেখা যাবে নানা শেড। এই প্রথম বাংলা ছবিতে নায়িকাকে বিবাহিত ঘরোয়া বউয়ের রূপে দেখতে পাবেন দর্শক। সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা মাফিয়া রাজ এ ছবির পটভূমি।

আরও পড়ুন: কৌশিকী চক্রবর্তীর দ্বিতীয় গজল ‘হো নিগাহ্ এ করম’

আরও পড়ুন: তোমাকে ভালবেসে আমার এ চিরকুট, কোন ভালবাসার কথা বললেন প্রিয়ঙ্কা?​

Rittika Sen Rufus The Hawk Birthday
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy