ছোট পর্দায় জনপ্রিয় মুখ সব্যসাচী চৌধুরী। ছোট পর্দার গণ্ডি ছাড়িয়ে তাঁকে যে এ বার বড় পর্দায় দেখা যাবে সে কথা সকলের জানা। ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিতে অভিনয়ের পাশাপাশি কাহিনিও লিখেছেন তিনি। এরই মাঝে নতুন খবর। আরও একটি ছবিতে সই করেছেন সব্যসাচী। ছবির নাম ‘দর্শক’। পরিচালনায় অলোক দে। ছবিতে সব্যসাচীর বিপরীতে অভিনয় করছেন পূজা সরকার। পূজা এর আগে ‘খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার’, ‘চেঙ্গিস’, ‘ফেলুবক্সী’ ছবিতে অভিনয় করেছেন। সব্যসাচী এবং পূজার জুটি আগেও দেখেছে দর্শক। ‘ভাগাড়’ নামে এক ওয়েব সিরিজ়ে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের।
নতুন কাজের প্রসঙ্গে আনন্দবাজার ডট কমের তরফে যোগাযোগ করা হয় সব্যসাচীর সঙ্গে। তিনি বললেন, ‘‘স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করার সুযোগ তো খুব বেশি হয় না, তাই এই সুযোগ পেয়ে বেশ ভালই লাগছে। আর যখন চরিত্রটা শুনলাম, চিত্রনাট্য পড়লাম, কাজ করার ইচ্ছেটা বেড়ে গেল। পূজার সঙ্গেও অনেক দিন পরে কাজ করছি। টিমের অনেককেই আগে থেকে আমি চিনতাম। পরিচিত মানুষদের সঙ্গে কাজ করতে বরাবর ভালই লাগে।’’
অভিনেত্রী পূজা সরকারের সঙ্গে জুটিতে সব্যসাচী। ছবি: সংগৃহীত।
‘দর্শক’ মূলত সম্পর্কের গল্প বলবে। করোনার পরেই ভেঙে যায় এক নাটকের দল৷ শিল্পীর জীবনে নেমে আসে সংকট। সামাল দেওয়ার জন্য স্ত্রীর চাকরি কি যথেষ্ট নয়? তাদের দাম্পত্যে কি তৈরি হয় দূরত্ব? এক নাট্যকার এবং অভিনেতার চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। স্ত্রীর ভূমিকায় পূজা।
আরও পড়ুন:
ছবিতে সব্যসাচী নাটক এবং অভিনয়কেই প্রাধান্য দিয়ে এসেছে চিরকাল। স্ত্রী সংসার সামলেছে বরাবর। কিন্তু হঠাতই সব্যসাচীর মনে হয় তারও সংসারের কিছুটা ভার নেওয়া উচিত। সে গোপনে একটা কাজ জোগাড় করে। কিন্তু স্ত্রী এই বিষয়ে বিন্দু-বিসর্গ কিছুই জানে না। হঠাৎ-ই এই গোপন কাজের কথা জানতে পারে পূজা। শুরু হয় অশান্তি। কী এমন কাজ করে সব্যসাচী? কেনই বা এই দাম্পত্য কলহ? তার পর কোন দিকে মোড় নেবে তাদের সম্পর্ক? আগামী ৩০ জুলাই 'রিলায়েন্স এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল'-এ মুক্তি পাবে এই ছবি।