শাক্যজিতের পিসির ছেলে ঋতমের সঙ্গে বিয়ে হয়েছে আর্শির দিদি কাঁকইয়ের। বিয়ের পর থেকে একটা রাতও একসঙ্গে কাটায়নি তারা। ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। পর্দায় ঋতম, কাঁকইয়ের সম্পর্ক যেমনই হোক না কেন, বাস্তবে তাঁদের সমীকরণ কেমন?
সম্প্রতি একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। দেখা যাচ্ছে, সায়কের মাথায় টোপর আর অনুরাধার মাথায় শোলার মুকুট। ধারাবাহিকের চিত্রনাট্যের সঙ্গে যে বাস্তবের আদতে কোনও মিল নেই সেই আভাস পাওয়া গেল তাঁর ভিডিয়োয়। ধারাবাহিকে ঋতমের চরিত্রে দেখা যাচ্ছে সায়ককে, অন্য দিকে কাঁকইয়ের চরিত্রে রয়েছেন অনুরাধা।
সায়কের কথায়, অনুরাধার সাহায্য না পেলে ক্যামেরার সামনে শট দেওয়া তাঁর পক্ষে খুবই মুশকিল হত। তিনি যোগ করেন, “আমার ছোটবেলার অভ্যাস, কানে শুনে তাড়াতাড়ি পড়া মুখস্থ করে ফেলতে পারি। মা যখন পড়াতে বসাত, তখন আমার বইগুলো মা পড়ত আর আমি শুনতাম। তাতেই মনে রাখতে পারতাম সব। সেটে সেই কাজটা করে অনুরাধা। আমার জন্য চিত্রনাট্যও অনেক সময় পড়ে ও। যাতে আমার মনে থাকে।”
ধারাবাহিকের গল্পে সায়কের চরিত্র দেখে অনেকের রাগও হচ্ছে। ভাল মেয়ে কাঁকইকে এই ভাবে হেনস্থা হতে দেখে একেবারেই ভাল লাগছে না অনুরাগীদের। কিন্তু সত্যিই কি এই কাহিনিতে ঋতম খলনায়ক নাকি পরিস্থিতির শিকার সে? এই দ্বন্দ্ব জারি।