ঘরভর্তি মেয়ের বন্ধুরা, তাঁর বান্ধবীরা। সবার সঙ্গেই মাঝরাতে ‘টুম্পা’ নাচে মেতে উঠলেন শ্রীলেখা মিত্র! উপলক্ষ্য কী? একমাত্র মেয়ে মাইয়্যার জন্মদিন। পঞ্চদশী কন্যার বার্থ ডে সেলিব্রেশেন আগের রাত থেকেই। কেক কেটে, নেচেগেয়ে রাত পার করে দিলেন অভিনেত্রী।
মায়ের কাণ্ড দেখে মুচকি হাসি বার্থ ডে গার্লের মুখে। মেয়ের বন্ধুদের দাবিতে শ্রীলেখা ‘টুম্পা’। তাঁর অংশ আসতেই অবাক কাণ্ড! মিউজিক ভিডিয়োর সমস্ত পোজ, অভিব্যক্তি, নাচ হুবহু তুলে নিয়েছেন শ্রীলেখা। কে বলবে তিনি ফর্টি প্লাস! কে বলবে তিনি ছিপছিপে থেকে স্বাস্থ্যবতী? নিয়মিত জিম করার ফলে এখন ভীষণ ফ্লেক্সিবল অভিনেত্রী। এখনও তিনি মারাত্মক লাস্যময়ী।
ঠিক ‘টুম্পা’র মতো। সাধে শ্রীলেখা বলেন, মেয়ের বয়স বাড়ছে। তিনি ছোট হচ্ছেন এক বছর করে।
নাচাগানার পাশে খানারও আয়োজন ছিল। চেরি লাল টপ, জিন্স, লাল টুকটুকে ঠোঁট আর খোলা চুলে শ্রীলেখা ‘দুষ্টুমিষ্টি’। বড় চকোলেট কেক ছাড়াও ছিল নানা রকমের স্ন্যাক্স। মাইয়্যা ছিমছাম মিড নাইট ব্লু রঙা ড্রেসে।
এ ভাবেই শ্রীলেখা উদযাপন করছেন জীবন। প্রতি দিন, প্রতি মুহূর্তে।
আরও পড়ুন: বড় লোক আর আম আদমির নাচ কেমন? দেখালেন স্বস্তিকা, বিভান, রুদ্রজিৎ