চলতি বছর এপ্রিল মাসে পহেলগাঁও কাণ্ডে শিউরে উঠেছিল গোটা দেশ। পহেলগাঁওয়ে নানা ছবির শুটিং হয়। ২২ এপ্রিলের ঘটনার প্রভাব ছবির শুটিং-এর উপরেও পড়েছিল। কবে আবার স্বাভাবিক পরিস্থিতিতে ফিরবে পহেলগাঁও-সহ জম্মু ও কাশ্মীর, তা নিয়ে মন্তব্য করলেন সুনীল শেট্টী।
অভিনেতার দাবি, জম্মু ও কাশ্মীর তার হারানো মহিমা ফিরে পাবে। এপ্রিল মাসে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে ভ্রমণেও প্রভাব পড়েছিল। যদিও ধীরে ধীরে আগের অবস্থায় ফিরছে উপত্যকা। শুটিং নিয়ে সুনীল এক সাক্ষাৎকারে বলেছেন, “কাশ্মীরে অবশ্যই শুটিং হবে। বিক্রম রাজ়দান, শাব্বির বক্সওয়ালা এবং আমার আর এক বন্ধু বিনয় গান্ধী কাশ্মীরে তাঁদের ছবি শুটিং করার পরিকল্পনা করছেন। আশা করছি আগামী বছর গ্রীষ্মকালের মধ্যে ছবির শুটিং ওঁরা করে ফেলবেন।”
আরও পড়ুন:
ভূস্বর্গ নিয়ে অভিনেতা আরও বলেন, “আমাদের জম্মু ও কাশ্মীর তার হারানো মহিমা আবার ফিরে পাবে। আর ভবিষ্যতে তেমনই থাকবে।” সীমান্তের সেনাবাহিনীর আয়োজিত অনুষ্ঠানে গিয়ে রবিবার এই মন্তব্য করেন সুনীল। একসময় ‘বর্ডার’ ছবিতে তিনিও কাশ্মীরের সেনার চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি আজও মনে আছে দর্শকের। তাই অভিনেতা বলেছেন, “আমাকে মানুষ চেনে, ‘বর্ডার’ ছবির চরিত্রের জন্য।” কাশ্মীরের বিএসএফ আয়োজিত যে কোনও অনুষ্ঠান তাঁর জন্য খুব বিশেষ বলে জানান সুনীল।
উল্লেখ্য, সুনীলের পুত্র অহান শেট্টীকে দেখা যাবে ‘বর্ডার ২’ ছবিতে। ছবির পরিচালক অনুরাগ সিংহ। ছবিতে সানি দেওলও রয়েছেন। তা ছাড়া বরুণ ধবন, দিলজিৎ দোসাঞ্জ, মোনা সিংহ, সোনম বাজওয়া অভিনয় করেছেন।