Advertisement
E-Paper

ভুয়ো অ্যাকাউন্টের জালে নাস্তানাবুদ ‘শ্যামা’ও

সেলেব মানেই সেলেবেল? কোথাও লেখা নেই। তবু যত বেশি জনপ্রিয়তা তারকাদের জীবনে ততই ঢুকে পড়ে সোশ্যাল মিডিয়ায় এই কারচুপি।

উপালি মুখোপাধ্যায়

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২০ ১৫:০৯
অভিনেত্রী তিয়াসা রায়ের নামে ফেক অ্যাকাউন্ট।

অভিনেত্রী তিয়াসা রায়ের নামে ফেক অ্যাকাউন্ট।

ভুয়ো অ্যাকাউন্টের জ্বালায় অতিষ্ঠ তিয়াসা রায়ও। ছোট পর্দার আসল-নকল ‘শ্যামা’র গল্প এখন ঘোর বাস্তব অভিনেত্রীর জীবনে। গতকালই এই নিয়ে ইনস্টাগ্রামে সরব তিনি। ভুয়ো অ্যাকাউন্টের একের পর এক স্ক্রিনশট পোস্ট করেছেন সোশ্যাল পেজে। আনন্দবাজার ডিজিটালকে জানিয়েছেন, একটি-দু’টি নয়, এ ভাবেই একাধিক ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে তাঁর নামে!

সেলেব মানেই সেলেবেল? কোথাও লেখা নেই। তবু যত বেশি জনপ্রিয়তা তারকাদের জীবনে ততই চোরা স্রোতের মতো ঢুকে পড়ে সোশ্যাল মিডিয়ায় এই কারচুপি। কেউ নিজে প্রতারিত হন। কারও নাম ভাঙিয়ে প্রতারণা করা হয় অন্যদের সঙ্গে। হাতেগরম উদাহরণ রাজ চক্রবর্তী, শ্রাবন্তী, অপরাজিতা আঢ্য, রিমঝিম মিত্র। রাজের নাম করে আম আদমিকে রাতারাতি ছোট বা বড় পর্দায় তারকা বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু টাকা আত্মসাৎ করেছে একাধিক ভুয়ো অ্যাকাউন্টধারী। সে সমস্ত থামাতে প্রশাসনের দ্বারস্থ হতে হয়েছে পরিচালককে।

তিয়াসার সঙ্গে কী হয়েছে? অভিনেত্রীর দাবি, ‘‘একটা ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করলে আরও দশটা খুলে যায়। এই নিয়ে সুবানের সঙ্গে কথাও হয়েছে জনৈক প্রতারকের। কী বেয়াড়া আবদার! বলে, এরকম তো থাকেই। কিছুদিন চলুক। তারপরে না হয় মুছে দেব!’’

আরও পড়ুন: ‘রাস্তাটা কঠিন, জেনেশুনেই এসেছি’

বলতে বলতে উত্তেজিত তিয়াসা, তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেটা রাখা না রাখা ঠিক করবে প্রতারক! তিনি শুনে তাজ্জব। এখানেই শেষ নয়, তাঁর তৈরি করা একের পর এক ভিডিয়ো নাকি নিজের নামে চালানোর চেষ্টাও চলছে। এই অপচেষ্টা বন্ধ করতেই বাধ্য হয়ে গতকাল ইনস্টাগ্রামে সেই সমস্ত কথোপকথন, ভুয়ো অ্যাকাউন্টের ছবি শেয়ার করেছেন। যাতে অনুরাগীরা বুঝতে পারেন, কোনটা আসল তিয়াসার অ্যাকাউন্ট। কোনটা নকল।

আরও পড়ুন: অশোকের নিশানায় ‘নকল’ শ্যামা, আম্রপালি সরছে নিখিলের জীবন থেকে?

পোস্ট শেয়ার হয়েই টনক নড়েছে ‘শ্যামা’ অনুরাগীদের। অন্যায়ের বিরুদ্ধে সরব তাঁরাও। প্রতিবাদ জানিয়েছেন রিমঝিম মিত্র, নীল ভট্টাচার্য-সহ ধারাবাহিক ‘কৃষ্ণকলি’র অনেকেই।

Tiyasha Roy Television
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy