হোক পর্দার বিয়ে। নতুন বছরে তিনিও তো সত্যিকারের সাতপাক ঘুরবেন! সেই আনন্দে পর্দায় নিজের গায়ে হলুদের অনুষ্ঠান মিটতেই ‘রিল’ ননদদের নিয়ে এক চোট নেচে নিলেন তৃণা সাহা। স্টার জলসা খুললেই এখন বিয়ের পর বিয়ে। এক দিকে মহা সাড়ম্বরে চলছে মোহর আর শঙ্খের সম্প্রদান। অন্য দিকে, সৌজন্যের গায়ে ছোঁয়ানো হলুদ গুনগুনের গায়ে। ধুমধাম করে হলদি পর্বও সারা ‘খড়কুটো’য়।
রিল আর রিয়েল লাইফের বিয়ে গায়ে গায়ে পড়তেই কি এত উত্তেজনা ‘গুনগুন’ ওরফে তৃণার? সম্ভবত সেই জন্যেই শ্যুটিংয়ের ফাঁকে ‘বিহাইন্ড দ্য সিন’-এ গার্লস গ্যাং নিয়ে ‘ক্যুইন’-এর ‘লন্ডন ঘুমকদা’ গানের সঙ্গে তুমুল নেচেছেন। পাঞ্জাবি পপ গানের নাচে ছিল বলিউডি ঠুমকা, পাঞ্জাবি ভাঙড়া।
শোলার ফুল, জরির ফিতেয় ঝলমল করছে নকল গায়ে হলুদের সেট। সবুজ টুনি বাল্বের রোশনাইয়ে বিয়েবাড়ি জমজমাট। সেই আবহে লাল পাড় হলুদ তাঁতের শাড়িতে ‘গুনগুন’ নিজের মতোই অনায়াস। হাতে শাঁখা-পলা, সোনার বালা। কানে, গলায়, সিঁথিপাটিতে ফুলের মোটিফ দেওয়া জড়োয়া সেট। আগের এক সাক্ষাৎকারে তৃণা জানিয়েছেন, দুটো বিয়ে কাকতালীয় ভাবে পরপর। কিন্তু তিনি এনজয় করছেন পুরোটাই।