মেয়ে হওয়ার আগে ‘বেবিমুন’-এ মলদ্বীপ বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ এবং অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক। টলিপাড়ায় যদিও ‘বেবিমুন’ বিষয়টি খুব একটা দেখা যায় না। বিয়ের পরে যুগলে ঘুরতে যাওয়াকে যেমন ‘হানিমুন’ বলে, তেমনই সন্তান জন্মের আগে স্বামী-স্ত্রীয়ের ঘুরতে যাওয়কে বলা হয় ‘বেবিমুন’। বলিউডের অনেক তারকাকেই দেখা গিয়েছে বাচ্চা হওয়ার আগে কয়েক দিনের ছুটি নিয়ে বিদেশে ছুটি কাটাতে। কলকাতায় খুব বেশি সেই চল নেই। তাও শ্রীময়ী-কাঞ্চনের ‘বেবিমুন’-এর ছবি ছড়িয়ে পড়েছিল চারদিকে। তেমনই সন্তান আসার আগে তিন দিনের ছুটিতে ‘বেবিমুন’-এর পরিকল্পনা করে ফেললেন অভিনেত্রী অহনা দত্ত। অগস্টেই আসছে তাঁদের নতুন অতিথি। ভিডিয়োয় দেখে বোঝা গিয়েছে তাঁরা খুব বেশি দূরে যাননি ঘুরতে।
আরও পড়ুন:
তবে অনেক দিন বাদে বাড়ির বাইরে বেরিয়ে খুব খুশি অহনা। নিজের ফেসবুক ভ্লগে তেমনই জানিয়েছেন। ভিডিয়োয় দেখা গিয়েছে, গাড়ি চালাচ্ছেন তাঁর স্বামী দীপঙ্কর। আর ভিডিয়ো করছেন অভিনেত্রী। একের পর এক অনুষ্ঠান পর্ব চলছে। কিছু দিন আগে ননদের বাড়িতে সাধের অনুষ্ঠান হয়েছে। তার পরেই ছিল অহনার জন্মদিন। মাঝ রাত থেকে শুরু হয়েছিল উদ্যাপন।
জন্মদিনের সন্ধ্যায় স্বামী এবং শ্বশুরকে নিয়ে শহরের পাঁচতারা রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন তাঁরা। সেই ছবিও দেখা গিয়েছে। ‘বেবিমুন’-এ তাঁরা কোথায় ঘুরতে গিয়েছেন। তা ভিডিয়োয় খোলসা না করলেও অনেকেই মন্তব্য করেছেন যে, তাঁরা টাকি বেড়াতে গিয়েছেন। গঙ্গার পাশের ঘর পেয়ে উৎফুল্ল তিনি। অহনা বললেন, “শুধু স্বামী-স্ত্রী হিসাবে এটাই আমাদের শেষ বার ঘুরতে আসা হয়তো। কারণ, এর পর আমরা তিন জন ঘুরতে বেরোব।” আপাতত নতুন অতিথির অপেক্ষায় তাঁরা।