Advertisement
E-Paper

‘খুব ভাল!’ মাস্কের ক্ষমা চাওয়ার পোস্টের উষ্ণ প্রত্যুত্তর ট্রাম্পের, বাগ্‌যুদ্ধ শেষে কি ফের রসায়ন জমছে এককালের দুই বন্ধুর?

বিগত বেশ কিছু দিন ধরে ট্রাম্পের বিরুদ্ধে সুর চড়ানোর পর বুধবার আচমকা ৩৬০ ডিগ্রি ঘুরে যান মাস্ক। বুধবার স্থানীয় সময় গভীর রাতে এক্স হ্যান্ডলে টেসলা-কর্তা লেখেন, ‘‘ট্রাম্পকে নিয়ে করা কিছু পোস্টের জন্য অনুতপ্ত! বিষয়টা বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছিল।’’

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১০:০৯
ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক।

ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক। — ফাইল চিত্র।

ক্ষমা চেয়ে ধনকুবের ইলন মাস্কের করা পোস্টের প্রতিক্রিয়া জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, ‘খুব ভাল!’ এ-ও জানালেন, সপ্তাহখানেক ধরে চলা বাগ্‌যুদ্ধের জন্য তিনি এককালের ‘বন্ধু’র ঘাড়ে দোষ চাপাতে চান না। সংক্ষিপ্ত ওই মন্তব্যের পরেই দানা বেঁধেছে জল্পনা, তবে কি ফের বন্ধুত্ব জমে উঠতে পারে ট্রাম্প-মাস্কের?

বুধবার রাতে সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক পোস্ট’কে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ট্রাম্প জানান, বন্ধু মাস্ক নানা কটু কথা বলা সত্ত্বেও তাঁর এ নিয়ে বিশেষ খারাপ লাগা নেই। ‘সুন্দর বিল’-কে কেন্দ্র করে যে দ্বৈরথ শুরু হয়েছিল, সে জন্য মাস্ককে সরাসরি ‘দোষ’ দিতে চান না বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এর পরেই মাস্কের ‘ক্ষমা চাওয়া’ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘‘খুবই ভাল যে তিনি এটা করেছেন।’’ তবে এত দিন মাস্কের কার্যকলাপে যে বিরক্ত ছিলেন, সে কথাও স্বীকার করেছেন তিনি।

সম্প্রতি ট্রাম্প-মাস্ক বাগ্‌যুদ্ধ নিয়ে সরগরম ছিল বিশ্ব। ঝামেলার শুরু ‘সুন্দর বিল’কে কেন্দ্র করে। যে মাস্ককে কিছু দিন আগে জড়িয়ে ধরেছিলেন ট্রাম্প, যাঁর জন্য হোয়াইট হাউসে গড়ে দিয়েছিলেন আলাদা দফতর, সেই তিনিই হয়ে উঠেছিলেন তাঁর সরকারের পথে অন্যতম ‘কাঁটা’। শুধু তা-ই নয়, ট্রাম্প নিজের মুখেই জানান, মাস্কের সঙ্গে তাঁর সব সম্পর্ক শেষ! অবশ্য মাস্কও থেমে থাকেননি। একের পর এক পোস্ট-বাণে বিদ্ধ করেছেন খোদ প্রেসিডেন্টকে। প্রকাশ্যে বলেছেন, তিনি যদি সাহায্য না করতেন, তবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে গো-হারা হারতেন ট্রাম্প। ‘বড় বোমা’ ফেলার হুঁশিয়ারি দিয়ে মাস্ক এ-ও দাবি করেন, কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের ফাইলে নাম রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। যদিও পরে সেই পোস্ট সমাজমাধ্যম থেকে সরিয়ে দেন মাস্ক নিজেই।

কিন্তু বিগত বেশ কিছু দিন ধরে ট্রাম্পের বিরুদ্ধে সুর চড়ানোর পর বুধবার আচমকা ৩৬০ ডিগ্রি ঘুরে যান মাস্ক। বুধবার স্থানীয় সময় গভীর রাতে এক্স হ্যান্ডলে টেসলা-কর্তা লেখেন, ‘‘ট্রাম্পকে নিয়ে করা কিছু পোস্টের জন্য অনুতপ্ত! বিষয়টা বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছিল।’’ অথচ দু’দিন আগেও ট্রাম্পের বিরোধিতা করে সমাজমাধ্যম ভরিয়ে দিয়েছিলেন এই মাস্কই। কিন্তু আচমকা ডিগবাজি খেয়ে ক্ষতে প্রলেপ লাগাতে দেখা যায় তাঁকে। টেসলা-কর্তার এ হেন আকস্মিক ‘অনুতাপ বোধ’ নিয়ে বিস্তর জল্পনাও শুরু হয়। অনেকে বলতে শুরু করেন, এই ঘটনা ট্রাম্প-মাস্ক ‘যুদ্ধ’ শেষের ইঙ্গিত। কারও কারও মনে এ-ও সংশয় জাগতে শুরু করে, চাপের মুখেই কি নতিস্বীকার করলেন মাস্ক? প্রসঙ্গত, ট্রাম্পের সঙ্গে বিরোধ শুরু হতেই টেসলার শেয়ারদর ক্রমশ পড়তে শুরু করেছিল। সেই আবহে এ বার মাস্কের পোস্টের প্রতিক্রিয়া জানালেন খোদ মার্কিন প্রেসিডেন্ট।

Donald Trump Elon Musk Elon Musk vs Donald Trump US
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy