Advertisement
E-Paper

ট্রাম্পের কড়াকড়িতে খাবি খেলেন খাবিও! কেন আমেরিকা ছাড়তে হল ইটালির নেটপ্রভাবীকে?

খাবির পুরো নাম সেরিঞ্জ খাবানে লামে। ২৫ বছরের এই নেটপ্রভাবী টিকটকে খুবই জনপ্রিয়। শুধুমাত্র টিকটকেই ১৬ কোটি ২০ লক্ষ অনুরাগী রয়েছে তাঁর। শুক্রবার নেভাডায় আইসিই-র হাতে আটক হয়েছেন সেই খাবিই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ১০:৩৫
টিকটক-খ্যাত খাবি লাম।

টিকটক-খ্যাত খাবি লাম। — ফাইল চিত্র।

ট্রাম্পের কঠোর নিয়ম এড়াতে পারলেন না নেটপ্রভাবী খাবি লাম। আমেরিকা ছাড়তে হল বিশ্বের সবচেয়ে বেশি অনুরাগী থাকা টিকটক তারকাকেও। মার্কিন অভিবাসন ও শুল্ক দফতর (আইসিই) সূত্রে খবর, সেনেগাল বংশোদ্ভূত ইটালির নাগরিক খাবি লামকে শুক্রবার লাস ভেগাসের হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

খাবির পুরো নাম সেরিঞ্জ খাবানে লামে। ২৫ বছরের এই নেটপ্রভাবী টিকটকে খুবই জনপ্রিয়। শুধুমাত্র টিকটকেই ১৬ কোটি ২০ লক্ষ অনুরাগী রয়েছে তাঁর। শুক্রবার নেভাডায় আইসিই-র হাতে আটক হয়েছেন সেই খাবিই। অভিযোগ, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও আমেরিকায় থাকছিলেন তিনি। গত ৬ জুন তাঁকে আটক করা হয়।

তবে খাবিকে স্বেচ্ছায় আমেরিকা ছাড়ার অনুমতি দিয়েছে আইসিই। তাই তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক ভাবে নির্বাসন আদেশ জারি করা হয়নি। বিবৃতি দিয়ে গোটা ঘটনার কথা প্রকাশ্যেও এনেছে মার্কিন অভিবাসন ও শুল্ক দফতর। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘৬ জুন নেভাডার লাস ভেগাসে হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দরে ইটালির নাগরিক সেরিঞ্জ খাবানে লামে (২৫)- কে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে।’’ জানা গিয়েছে, খাবি ৩০ এপ্রিল আমেরিকায় যান। কিন্তু ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরেও সেখানেই থাকছিলেন তিনি। সেই অভিযোগেই তাঁকে আটক করা হয়। যদিও একই দিনে তাঁকে ছেড়ে দেয় আইসিই। এখনও পর্যন্ত খাবি এ নিয়ে জনসমক্ষে মুখ না খুললেও সরব হয়েছেন ব্যারন ট্রাম্পের ‘ঘনিষ্ঠ’ নেটপ্রভাবী বো লডন। সমাজমাধ্যম এক্স-এ এই ঘটনা সম্পর্কে পোস্ট করে বো লিখেছেন, ‘‘খাবিকে লাস ভেগাসে গ্রেফতার করা হয়েছে। হেন্ডারসন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে তাঁকে।’’ শুধু তা-ই নয়, খাবিকে ‘অবৈধবাসী’ আখ্যা দিয়ে বো জানিয়েছেন, তিনিই কর্তৃপক্ষকে খাবির ভিসার অবস্থা সম্পর্কে সতর্ক করেছিলেন। খাবি কর ফাঁকি দিয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

Khaby Lame Tiktok Tiktok Star Khaby Lame US Donald Trump VISA
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy