অভিনেতা, অভিনেত্রীদের শুটিংয়ের জন্য কখন যে কোথায় যেতে হয় তার কোনও ঠিক নেই। অনেক জায়গায় সঠিক শৌচালয়ের ব্যবস্থাও থাকে না। সে ক্ষেত্রে অভিনেত্রীদের অনেক সময় সমস্যায় পড়তে হয়। এক বার এক সাক্ষাৎকারে অভিনেত্রী জয়া বচ্চন জানিয়েছিলেন সে যুগে আউটডোর শুটিংয়ে ঋতুস্রাবের সময়ে ঠিক কতটা সমস্যার সম্মুখীন হতে হত তাঁদের। সময় বদলালেও সেই সমস্যার যে পুরো সমাধান হয়ে গিয়েছে তেমনটা নয়। অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রনৌতের একটি মন্তব্যে আরও স্পষ্ট হল সে কথাই। সাংসদ হওয়ার পর থেকে রাজনৈতিক কর্মসূচির জেরে অনেক সময় তাঁকে যাতায়াত করতে হয় বিভিন্ন এলাকায়। অভিনেত্রী জানান, নায়িকা হিসাবে অনেক সুবিধা পেলেও রাজনীতিক হিসাবে ঋতুস্রাবের দিনগুলোয় বিভিন্ন জায়গায় যাওয়া, আলাদা করে সুবিধা পাওয়াটা খুবই কঠিন ব্যাপার।
কঙ্গনা বলেন, “অভিনেত্রীদের নিজস্ব ভ্যানিটি ভ্যান থাকে। সেখানে শরীর ভাল না লাগলে বিশ্রাম নেওয়া যায়। ঋতুস্রাবের সময় পেটব্যথা হলে কেউ একজন থাকে যে জল গরম করে দেয়। নিজস্ব শৌচালয় থাকে। অসুবিধা হয় না। কিন্তু রাজনীতিক হওয়ার পর থেকে আসল অসুবিধা বুঝতে পারছি।” নিজের সাংসদ এলাকার মানুষের সঙ্গে কথা বলতে অনেক সময়েই প্রত্যন্ত জায়গায় যেতে হয় মান্ডির বিজেপি সাংসদ কঙ্গনাকে। সেখানে অনেক সময় মেয়েদের ব্যবহার করার মতো শৌচালয়ের ব্যবস্থাও থাকে না বলে তিনি জানান। তিনি যোগ করেন, “মেয়েদের ব্যবহার করার মতো শৌচালয় যেখানে নেই, সেখানে ঋতুস্রাবের সময়ে আরও সমস্যা। প্রতিটি মহিলা সাংসদকে এই সমস্যার সম্মুখীন হতে হয়।” ঋতুস্রাব নিয়ে অনেক অঞ্চলে কিছু বদ্ধমূল কুসংস্কার রয়েছে, যে কারণে অনেক সময় মহিলাদের সঙ্গে ওই দিনগুলোয় একটু অন্য ভাবে আচরণ করা হয়। এই সমস্যাগুলো দূর করার বার্তাই দিয়েছেন কঙ্গনা। প্রসঙ্গত, নায়িকাকে শেষ বার দর্শক দেখেছেন ‘ইমার্জেন্সি’ ছবিতে। প্রাক্তন তথা প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।