নরেন্দ্র মোদীর চেয়ে বড় নারীবাদী আর কেউ নন। দাবি কঙ্গনা রনৌতের। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে নানা মতামত প্রকাশ করেন অভিনেত্রী তথা সাংসদ। নিজের দল সম্পর্কেও মাঝেমধ্যেই ভূয়সী প্রশংসায় মাতেন কঙ্গনা। এ বার মোদীকে ‘বিশ্বের সবচেয়ে বড় নারীবাদী’ বলে তিনি দাবি করলেন।
দেশের মহিলাদের জীবনযাপন সহজ করে তোলার জন্য মোদী নানা রকমের পদক্ষেপ করেছেন বলে দাবি তাঁর। কঙ্গনা বলেন, “এই বিশ্বে মোদীজির থেকে বড় কোনও নারীবাদী আছে বলে আমি মনে করি না। তিনি প্রথমেই ক্ষমতায় এসে শৌচালয় তৈরি করেছিলেন। তখন সবাই বলতে লাগলেন, প্রধানমন্ত্রী শেষমেশ শৌচালয় তৈরি করছেন! এর পরে রান্নার জন্য কাঠকয়লার বদলে গ্যাস ওভেনের ব্যবস্থা করলেন। তার পরে মহিলাদের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যবস্থা করলেন এবং রাজনীতিতে মহিলাদের সংরক্ষণ বৃদ্ধি করলেন।”
মহিলাদের জন্য এত কাজ করেও কখনও নিজের ব্যাপারে তিনি জাহির করেন না। নীরব থেকে একের পর এক উন্নয়নের কাজ করে যান তিনি। এমনই দাবি কঙ্গনার। আর সে কারণেই মোদীকে সবচেয়ে বড় নারীবাদী পুরুষ হিসেবে মনে করেন অভিনেত্রী।
রাজনীতিতে আসার আগে থেকেই পদ্ম শিবিরের প্রশংসায় পঞ্চমুখ থাকতেন কঙ্গনা। গত বছর লোকসভা ভোটে মান্ডি কেন্দ্রে টিকিট পান তিনি। প্রথম বার নির্বাচনে দাঁড়িয়েই জয়ী হন। তবে কিছু দিন আগে অন্য একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রাজনীতি তিনি সেই ভাবে উপভোগ করতে পারছেন না। আশা করেননি রাজনীতিতে এত পরিশ্রম করতে হয়। এই মন্তব্যের কারণে কটাক্ষের শিকারও হতে হয়েছে কঙ্গনাকে। এমনকি, বিজেপির অন্দরে তাঁর মন্তব্য ঘিরে অস্বস্তিও নাকি তৈরি হয়েছে। সেই অস্বস্তি ঢাকতেই কি হঠাৎ মোদীর গুণগান শুরু করেছেন তিনি? উঠছে সেই প্রশ্ন।