তাঁকে বেশির ভাগ সময় খলনায়িকার চরিত্রে দেখে অভ্যস্ত দর্শক। এই মুহূর্তে চাঁদনিকে দেখা যাচ্ছে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে। তবে এখানে তিনি আদ্যোপান্ত ইতিবাচক চরিত্রে। যদিও এই মুহূর্তে তাঁকে নিয়ে অন্য আলোচনা।
সম্প্রতি, নিজের বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে, লাল শাড়িতে সেজেছেন চাঁদনি। সামনে মা দুর্গা। সারামুখ সিঁদুরে মাখা। হাতে মোটা শাঁখা, পলা। সিঁথিতে দেখা যাচ্ছে অল্প সিঁদুর। এই ছবি দেখেই দর্শকের নানা প্রশ্ন। কৌতূহল আটকাতে পারেননি অভিনেত্রী মিমি দত্তও। তাঁরা অনেক দিনের বন্ধু। তাই অভিনেত্রী যে মজা করার সুযোগ ছাড়লেন না, তা বোঝা গিয়েছে তাঁর মন্তব্যেই। মিমি লেখেন, “কে পরালো সিঁথিতে সিঁদুর?”
আরও পড়ুন:
ইন্ডাস্ট্রির অন্দরের এবং বাইরের প্রায় অনেকেই জানেন, চাঁদনি অবিবাহিত। সেই সূত্র ধরেই সকলের মনে প্রশ্ন। তা হলে চাঁদনির সিঁথিতে সিঁদুর পরাল কে? শুধু তা-ই নয় কেউ কেউ মন্তব্য করেছেন, “এই কারণেই সিঁদুরের গুরুত্ব কমে যাচ্ছে দিনে দিনে।” আবার একজন লিখেছেন, “শুধু স্টাইলের জন্য শাঁখা-পলা, সিঁদুর পরা মোটেই ভাল নয়।” যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি অভিনেত্রী চাঁদনি।