Advertisement
E-Paper

ধর্মেন্দ্র স্থিতিশীল, ক্রমশ সুস্থ হচ্ছেন! অভিনেতার মৃত্যুর গুঞ্জন উড়িয়ে দিলেন হেমা, ঈশা

সোমবার রাতেই ছড়িয়ে গিয়েছে তাঁর মৃত্যুর খবর। তবে বর্ষীয়ান অভিনেতার পরিবার বা হাসপাতাল থেকে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ায় ধোঁয়াশা ছিলই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১০:০৮
ধর্মেন্দ্রের মৃত্যুর গুঞ্জন ওড়ালেন হেমা মালিনী, ঈশা দেওল।

ধর্মেন্দ্রের মৃত্যুর গুঞ্জন ওড়ালেন হেমা মালিনী, ঈশা দেওল। ছবি: সংগৃহীত।

সোমবার রাত থেকে মৃত্যুর গুঞ্জন ছড়িয়েছে তাঁর। কখনও হেমা মালিনী, কখনও সানি দেওল সমাজমাধ্যমে বার্তা দিয়েছেন, ধর্মেন্দ্র জীবিত। তিনি ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন। পাশাপাশি, নিরাপত্তা বাড়ানো হয়েছে হাসপাতালের। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ প্রহরা। খবর, ধর্মেন্দ্র-সহ সমস্ত রোগীর গোপনীয়তা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের এই পদক্ষেপ।

মঙ্গলবার সকাল থেকেই সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে বলিউডের ‘হি-ম্যান’-এর মৃত্যুসংবাদ। এর পরেই সমাজমাধ্যমে সরব ধর্মেন্দ্রের মেয়ে ঈশা দেওল। তিনি লেখেন, “বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।” সমাজমাধ্যমে পোস্ট করে একই কথা জানিয়েছেন স্ত্রী হেমাও। মঙ্গলবার ক্ষোভপ্রকাশ করে তিনি লেখেন, “যে হারে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, তা ক্ষমার অযোগ্য।”

ঈশা আরও লেখেন, “সম্ভবত চাপে পড়ে সংবাদমাধ্যম বাবার ভুয়ো মৃত্যুসংবাদ পরিবেশন করেছে। আমাদের বাবা আগের তুলনায় ভাল আছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।” অনুরাগী থেকে সংবাদমাধ্যম প্রত্যেকের কাছে তাঁর অনুরোধ, তাঁদের অনুমতি ব্যতীত দেওল পরিবারের ব্যক্তিগত বিষয়ে তৃতীয় ব্যক্তি যেন হস্তক্ষেপ না করেন। প্রসঙ্গত, বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ায় আনন্দবাজার ডট কম-ও ধর্মেন্দ্রের মৃত্যুর খবর প্রকাশ করে। ঈশার বার্তা পেতেই সঙ্গে সঙ্গে সেই খবর সরিয়ে নেওয়া হয়। আনন্দবাজার ডট কম-এর পক্ষ থেকে বর্ষীয়ান অভিনেতার দীর্ঘায়ু কামনা করা হয়েছে।

ঈশার মতো বার্তায় ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতাপত্নী হেমাও। তিনি লিখেছেন, “একজন মানুষ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আর সংবাদমাধ্যম তাঁর ভুয়ো মৃত্যুর খবর ছড়িয়ে দিচ্ছে!” তাঁর ভর্ৎসনা, সংবাদমাধ্যমের এই দায়িত্বজ্ঞানহীনতা আশা করেননি। এই ধরনের সংবাদ পরিবেশন যে কোনও পরিবারের পক্ষেই অসম্মানজনক, ক্ষোভপ্রকাশ তাঁর। প্রসঙ্গত, সোমবার রাত থেকে ধর্মেন্দ্রের মৃত্যুর খবর ছড়াতেই দফায় দফায় সমাজমাধ্যমে বার্তা দেন দেওল পরিবার। সানি দেওলের টিমের তরফ থেকে সোমবার রাতেই বলা হয়, “ধর্মেন্দ্র এখন স্থিতিশীল ও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। ওঁর দ্রুত আরোগ্য কামনা করে সকলে প্রার্থনা জানান। ভুয়ো গুঞ্জন ছড়ানো থেকে বিরত থাকুন।”

এক সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি ৮৯ বছরের ধর্মেন্দ্র। খবর, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হন তিনি। তখন থেকেই তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বলিউড। তিনি ভেন্টিলেশনে আছেন, সোমবার এমন খবরও ছড়িয়ে পড়ে। পরে সেই খবরও ভুয়ো বলে জানানো হয়। হেমা-সহ দেওল পরিবার দ্রুত পৌঁছে যান হাসপাতালে, একে একে বর্ষীয়ান অভিনেতাকে দেখতে আসেন শাহরুখ খান, সলমন খান, অমিষা পটেল-সহ বলিউডের তারকারা। ৮ ডিসেম্বর ৯০ পূর্ণ করবেন অভিনেতা।

Hema Malini Esha Deol
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy