Advertisement
E-Paper

সন্তানের গায়ের রং নিয়ে কুরুচিকর মন্তব্য! রুখে দাঁড়ালেন মা, বড় পদক্ষেপ দেবলীনার

২০২৪-এর ডিসেম্বরে পুত্র সন্তানের জন্ম দেন দেবলীনা। পুত্রের ছবি প্রকাশ্যে আসতেই তাঁর দিয়ে ধেয়ে আসে কুরুচিকর মন্তব্য। কখনও সেই সদ্যোজাতের গায়ের রং নিয়ে, কখনও তার চেহারা নিয়ে অবিরত চর্চা চলছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ১৮:০২
পুত্রের গায়ের রং নিয়ে কটাক্ষ, রেগে আগুন দেবলীনা।

পুত্রের গায়ের রং নিয়ে কটাক্ষ, রেগে আগুন দেবলীনা। ছবি: সংগৃহীত।

সন্তানের গায়ের রং নিয়ে পর পর কটাক্ষ। অবশেষে বড় পদক্ষেপ করলেন দেবলীনা ভট্টাচার্য। ২০২২ সালে শানওয়াজ় শেখকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। ভিন্‌ধর্মে বিয়ের জন্য প্রথম থেকেই সমাজমাধ্যমে তির্যক মন্তব্য শুনতে হয় তাঁকে। সন্তান জন্ম দেওয়ার পর থেকে সেই কটাক্ষে কয়েক গুণ বেড়ে যায়। একরত্তির গায়ের রং নিয়ে বলতেও ছাড়েনি নিন্দকেরা।

২০২৪-এর ডিসেম্বরে পুত্রসন্তানের জন্ম দেন দেবলীনা। পুত্রের ছবি প্রকাশ্যে আসতেই তাঁর দিয়ে ধেয়ে আসে কুরুচিকর মন্তব্য। কখনও সেই সদ্যোজাতের গায়ের রং নিয়ে, কখনও তার চেহারা নিয়ে অবিরত চর্চা চলছে। এমনই কিছু আপত্তিকর মন্তব্যের প্রতিচ্ছবি ভাগ করে নিয়ে দেবলীনা সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ করেছেন।

দেবলীনা সমাজমাধ্যমে লিখেছেন, “তারকা হয়েছি বলেই আমি সমস্ত কটাক্ষ মেনে নিই। সেটা আমার কাজের জন্য হোক বা আমার জীবনযাপনের জন্য। সব সময়ে জানতাম, ভালবাসার সঙ্গে সঙ্গে ঘৃণারও মুখোমুখি হতে হবে। অনেকেই আমার বিয়ে নিয়েও প্রশ্ন তোলেন। তা-ও আমি চুপ ছিলাম।”

কিন্তু নীরবতার অর্থ যে দুর্বলতা নয়, এ বার স্পষ্ট করে দিলেন দেবলীনা। তিনি বলেছেন, “আমার পুত্র জয়কে নিয়ে অনেকে অনেক কিছু বলছেন। এটা কিন্তু অপরাধ। তবে আমি জানি, ও বড় হওয়ার পরে এই ধরনের বিষয় সাহসের সঙ্গে সামলাতে পারবে। কারণ ও আমার ছেলে।”

উল্লেখ্য, দেবলীনা কিছু দিন আগে তাঁর স্বামী এবং সন্তানের ছবি ভাগ করে নিয়েছিলেন সমাজমাধ্যমে। দেবলীনা বিবরণীতে লিখেছিলেন, ‘ছোট পরিবার সুখী পরিবার’। সঙ্গে সঙ্গে ধেয়ে আসে কটাক্ষ। একদলের বক্তব্য, দেবলীনা যদি এত ফর্সা তা হলে তাঁর সন্তান এত কালো কেন! কেউ নাকি এমনও দাবি করেছেন, ফর্সা মায়ের কোলে এই শিশুকে মানায়নি! এমন কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধেই এ বার রুখে দাঁড়িয়েছেন দেবলীনা।

Devoleena Bhattacharjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy