বুধবার সকালে আচমকাই নিজের অস্ত্রোপচারের কথা জানান অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। তার পর থেকে উদ্বিগ্ন অভিনেত্রীর অনুরাগীরা। কপালে চিন্তার ভাঁজ। হঠাৎ কী হল ছোটপর্দার অপর্ণার? দিতিপ্রিয়া লেখেন, “আমার একটি ছোট অস্ত্রোপচার হবে। যদি কেউ যোগাযোগের চেষ্টা করেন, পাবেন না। আমি পরে যোগাযোগ করে নেব।”
কী হয়েছে দিতিপ্রিয়ার? নাকের হাড়ে সমস্যা দেখা দিয়েছে অভিনেত্রীর। সেটারই অস্ত্রোপচার হবে। প্রায় দু’বছর আগেই এই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু হয়ে ওঠেনি। অভিনেত্রীর মা জানিয়েছেন, প্রতি দিনই শুটিং করছিলেন তিনি। কিন্তু শটের ফাঁকে অনেক সময় নাক থেকে রক্ত পড়ছিল। তার পরেই এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। খুব যে বড় অস্ত্রোপচার তা নয়। দিতিপ্রিয়া এমনিতে ঠিকই আছেন।
অস্ত্রোপচারের কথা জানালেন অভিনেত্রী। ছবি: ইনস্টাগ্রাম
প্রতি দিন শুটিংয়ের জন্য স্টুডিয়োয় প্রায় ১৪ ঘণ্টা কেটে যায়। তাই নিজের জন্য সময় বার করা খুবই কঠিন হয় অভিনেতা, অভিনেত্রীদের পক্ষে। এই মুহূর্তে দিতিপ্রিয়াকে দেখা যাচ্ছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে। জীতু কমলের সঙ্গে জুটিতে দেখা যাচ্ছে তাঁকে। এই মুহূর্তে গল্পে টানটান উত্তেজনা। আর্যর অতীত কি অপর্ণা জেনে ফেলবে? এই প্রশ্নই ঘুরছে দর্শকমনে।