পহেলগাঁও ঘটনার ঠিক ১৫ দিনের মাথায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। ভারতীয় সেনার এই অভিযানের নাম রাখা হয়েছে ‘অপারেশন সিঁদুর’। অভিযানের জয় জয়কার করেছেন বলিউডের তারকারাও। তা বলে এত দ্রুত অপারেশন সিঁদুর নিয়ে তৈরি হচ্ছে ছবি? অবাক হয়ে গিয়েছেন অভিনেত্রী হিনা খানও।
হিনা জন্মগত ভাবে কাশ্মীরের বাসিন্দা। তবে বর্তমানে থাকেন মুম্বইতে। পহেলগাঁও কাণ্ডের নিন্দা করেছিলেন এবং কাশ্মীরের সাধারণ মানুষকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। ভারত ও পাকিস্তানের চাপান উতর পরিস্থিতি নিয়েও নানা মন্তব্য ভাগ করে নিচ্ছেন তিনি। কিন্তু ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ছবি তৈরির উদ্যোগ দেখে অবাক অভিনেত্রী।
আরও পড়ুন:
ছবির পোস্টার ভাগ করে নিয়েছেন হিনা। ছবির নামও ‘অপারেশন সিঁদুর’। উত্তম মাহেশ্বরী এই ছবির পরিচালনা করছেন। প্রযোজনা করছেন ভিকি ভগনানি ও নিক্কি ভগনানি। তবে এই ছবিতে কারা অভিনয় করবেন, তা এখনও স্পষ্ট নয়। ছবির পোস্টারে এক মহিলা সৈনিককে দেখা যাচ্ছে। তিনি কপালে সিঁদুর পরছেন। আর এক হাতে বন্দুক। এই পোস্টার ভাগ করে নিয়ে হিনা লিখেছেন, “এ কী দেখছি! এটা কি সত্যি? না না এ কিছুতেই সত্যিই হতে পারে না।”
এই ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই সমালোচনা শুরু হয়েছে। এত সংবেদনশীল বিষয় নিয়ে কী ভাবে ছবি তৈরি হতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। উত্তম মাহেশ্বরীর সহকারী দলের তরফ থেকে বলা হয়েছে, “দেশের প্রতি অসীম শ্রদ্ধা ও ভালবাসা থেকেই এই কাজের কথা ভাবা হয়েছে। খ্যাতির জন্য আমরা কিছু করিনি। বুঝতে পারছি, এই সময়ে এই পোস্টার প্রকাশ্যে আনায় অনেকের অস্বস্তি হচ্ছে বা যন্ত্রণা হচ্ছে। তার জন্য আমি সত্যিই অনুতপ্ত।”