চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই সুখবর দিয়েছেন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী, এ বার দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা। সমাজমাধ্যমে একটি পোস্ট করে তারকা দম্পতি জানিয়েছিলেন, তাঁদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। তবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই কিয়ারার কাছে স্পষ্ট, কেমন বাবা হতে চলেছেন সিদ্ধার্থ।
রবিবার আন্তর্জাতিক পিতৃদিবস উপলক্ষে সমাজমাধ্যমে বেশ কিছু ছবি ভাগ করে নেন কিয়ারা। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, কিয়ারার কপালে স্নেহচুম্বন দিচ্ছেন তাঁর বাবা। পরের ছবিটি কিয়ারার শৈশবের। নিজের বাবার জন্য কিয়ারা লিখেছেন, “এই মানুষটা আমাকে ধৈর্য ধরে এবং অনেক ভালবাসা দিয়ে বড় করেছে। তুমিই সব সময় আমার জীবনের প্রথম হিরো। এই মানুষটাই একমাত্র একবারে ফোন করলে সঙ্গে সঙ্গে সাড়া দেয়।” এই লেখা দেখে নিন্দকেরা খোঁচা দিতে ছাড়েননি। তাঁদের প্রশ্ন, “সিদ্ধার্থকে কি সহজে ফোনে পান না কিয়ারা?”
আরও পড়ুন:
তৃতীয় ছবিতে ধরা পড়ে সিদ্ধার্থ ও তাঁর বাবার সমীকরণ। শ্বশুরের জন্য অভিনেত্রী লিখেছেন, “এই মানুষটা আমার স্বামীকে বড় করেছে। যার সঙ্গে আমি জীবন গড়ে তুলেছি, তাকে তৈরি করার জন্য আপনাকে ধন্যবাদ।”
শেষ ছবিতে হবু মা-বাবা কিয়ারা ও সিদ। স্বামীর জন্যও বিশেষ দিনে বিশেষ বার্তা দিয়েছেন অভিনেত্রী। কিয়ারা লেখেন, “এই হল আমার স্বামী, যে খুব শীঘ্রই বাবা হতে চলেছে। আমি ইতিমধ্যেই বুঝে গিয়েছি, আমাদের সন্তানের ভাগ্য খুব ভাল হতে চলেছে এমন বাবা পেয়ে।” নিজের বাবা, শ্বশুর ও স্বামী সিদ্ধার্থকে শুভেচ্ছা জানিয়েছেন কিয়ারা।