বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন নেহা ধুপিয়া। অঙ্গদ বেদীর সঙ্গে সম্পর্কে জড়ানোর কয়েক মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। তার পরেই তড়িঘড়ি বিয়ে সারেন নেহা ও অঙ্গদ। কেন হঠাৎ বিয়ে করলেন তারকা জুটি, তা নিয়ে আলোচনা হয়েছিল বিস্তর। কটাক্ষের শিকারও হয়েছিলেন তাঁরা। অবশেষে সেই বিতর্কে মুখ খুললেন অভিনেত্রী।
নেহা জানিয়েছেন, তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রথম জানতে পেরেছিলেন সোহা আলি খান। তিনি বলেন, “ওরাই প্রথম জানতে পেরেছিল আমার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। আসলে আমরা সকলে রেস্তরাঁয় খেতে গিয়েছিলাম। হঠাৎই আমি কুণাল খেমুর গায়ে পড়ে যাই অচৈতন্য হয়ে। পর দিন সকালে আবার ওদের সঙ্গে দেখা হয়। তখনই ওদের জানাই, আমি অন্তঃসত্ত্বা।”
বহু বছর ধরে নেহা ও সোহা বন্ধু। তাই সোহার সঙ্গে এই খবর ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। সেই সময়ে নেহা বলেছিলেন, “আমাদের তো এখনও বিয়ে হয়নি। কিছু দিন হল সম্পর্কে আমরা। যতই রক্ষণশীল বা উদার হই না কেন, এই খবর কাছের বন্ধুদের সঙ্গেই ভাগ করে নেওয়া সহজ। বিশেষ করে যে বন্ধুর সদ্য সন্তান হয়েছে তাকে এগুলি বলা যায়।”
আরও পড়ুন:
এত বন্ধুত্ব থাকা সত্ত্বেও সোহাকে নিজের বিয়েতে আমন্ত্রণ জানাননি নেহা। কারণ হিসেবে অভিনেত্রী বলেন, “আসলে সেই সময়ে খুব ব্যস্ততা ছিল। হইচই ছিল। আমি অন্তঃসত্ত্বা ছিলাম।”
২০১৮ সালের ১০ মে বিয়ে করেছিলেন নেহা ও অঙ্গদ। বিয়েতে উপস্থিত ছিলেন মাত্র ৩০-৪০ জন অতিথি। সেই বছরই জন্ম নেয় তাদের সন্তান মেহর। ২০২১ সালে জন্ম নেয় তাঁদের পুত্র গুরিক।