হাতে খাঁড়া৷ মা কালীর মতো চুল খোলা চুল। চোখ বড় বড়। তাঁকে দেখে মনে হবে স্বয়ং না যেন তাঁর উপর ভর করেছেন৷ ঠিক এমনই এক লুকে দর্শকের সামনে আসতে চলেছে আলো। সান বাংলার ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকে আসতে চলেছে নতুন মোড়। যেখানে ঠিক এমনই এক অবতারে ধরা দেবেন অভিনেত্রী পায়েল দে৷
‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’-তে নতুন মোড়, কোন রূপে দেখা দেবে আলো?
সিংহ রায় পরিবারের বড় ছেলে রুদ্র সিংহ রায় এবং তার স্ত্রী আলোর মধ্যে টানাপোড়েনের ইতি ঘটেছে। পরস্পরের কাছাকাছি এসেছে তারা৷ তথাগত মুখোপাধ্যায় এবং পায়েলের জুটি ইতিমধ্যেই পেয়েছে প্রশংসা। তবে, গল্প এ বার সিংহ রায় পরিবার থেকে বেরিয়ে অন্য দিকে ঘুরবে। এ বার থেকে আলোকে দেখা যাবে নতুন রূপে।
আরও পড়ুন:
মানুষের বিশ্বাস, পৃথিবী যখন পাপে পরিপূর্ণ হয়,তখন আবির্ভাব হয় পাপ বিনাশকারীর। যদিও এখানে কোনও পৌরাণিক গল্প দেখানো হবে তেমনটা নয়। তবে দেবতার বেশে নয়, সাধারণ মানুষের মধ্যে থেকেই উঠে আসে জয়া। কে এই জয়া?
অন্যায়ের প্রতিবাদ করা, অপরাধীদের শাস্তি দেওয়া এবং অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষদের আলোয় ফিরিয়ে আনতে তার আবির্ভাব। পাপের বিনাশ করতে এ বার নতুন রূপে আলো। কোন সে আলোর স্বপ্ন নিয়ে নতুন অধ্যায়। এই অধ্যায় দর্শকের কতটা ভাল লাগবে সেটাই দেখার অপেক্ষায় গোটা টিম।