তাঁরা একাধিক ছবিতে জুটি। তাঁদের পর্দায় দেখতেও পছন্দ করেন দর্শকেরা। একাধিক ছবিতে অভিনয়ের সুবাদে বাস্তবেও তাঁরা খুবই ভাল বন্ধু। পরমব্রত চট্টোপাধ্যায় বাবা হয়েছেন। জামাইষষ্ঠীর দিন ছেলে হয়েছে তাঁর। আনন্দবাজার ডট কমের থেকে প্রথম খবর জানলেন রাইমা সেন। শুনেই দারুণ খুশি। উচ্ছ্বসিত রাইমা বললেন, “দুর্দান্ত খবর। নতুন মা-বাবা নিশ্চয়ই খুব খুশি। আমার খুবই গর্ব, আনন্দ হচ্ছে। খুব খুশি আমি। ওরাও সুখে থাকুক।”
এ দিন পরমব্রত আনন্দবাজার ডট কমকে পরে বলেন, “ঈশ্বরের আশীর্বাদে মা আর সন্তান, উভয়েই ভাল আছে। এই মুহূর্তে কথা বলার মতো পরিস্থিতিতে নেই। পরে নিশ্চয়ই কথা বলব।”
আরও পড়ুন:
পরমব্রত চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তী— উভয়েই সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছেন। পরিচালক-প্রযোজক-অভিনেতার মা সুনেত্রা ঘটক, বাবা সতীনাথ চট্টোপাধ্যায়, দু’জনেই ছিলেন সাংবাদিক। মায়ের দিক থেকে পরমব্রত পরিচালক ঋত্বিক ঘটকের নাতি। অন্য দিকে, পেশায় সমাজকর্মী পিয়া খুব ভাল গাইতে পারেন। অভিনেতা-বন্ধুর ছেলেকেও কি তাই বিনোদন দুনিয়াতেই দেখতে চান রাইমা? প্রশ্ন করতেই নায়িকা বললেন, “দাঁড়ান, সবে তো পৃথিবীতে এল। আগে নবজাতককে শ্বাস নিতে দিন।” বড় হয়ে কী হবে— সেটা নিয়ে ভাবার অনেকটা সময় পড়ে আছে, বক্তব্য নায়িকার।
জুন মাস পরমব্রতরও জন্মমাস। ২৭ জুন জন্মদিন তাঁর। সেই অনুযায়ী পিয়ার কাছে এর আগে জানতে চাওয়া হয়েছিল, বাবা আর সন্তানের জন্মদিন কি এক তারিখে হতে চলেছে? পরিচালক-পত্নী জানিয়েছিলেন, সন্তান অত দিন পর্যন্ত অপেক্ষা করবে কি না, জানেন না তাঁরা। চিকিৎসক বলতে পারবেন। জন্মতারিখ এক না হোক, জন্মমাস এক— বাবা নিশ্চয়ই খুব খুশি? পরমব্রতর প্রতিক্রিয়া যদিও জানা যায়নি।