একসময় বিশ্বসুন্দরীর খেতাব জিতেছিলেন। কিন্তু বয়স বাড়তে ঐশ্বর্যা রাই বচ্চনকেও কটাক্ষের শিকার হতে হয়েছে। সন্তানধারণের পরে ওজন বৃদ্ধি নিয়েও তাঁর দিকে ধেয়ে এসেছে তির্যক মন্তব্য। এই বিষয়ে এ বার গলা চড়ালেন রেণুকা শাহাণে।
ঐশ্বর্যার সাফল্য উদ্যাপন করা উচিত। যাঁরা এই উদ্যাপন করতে পারেন না, তাঁদের মুখ বন্ধ রাখা উচিত বলে দাবি রেণুকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছোটপর্দার অভিনেত্রী বলেছেন, “বছরের পর বছর ধরে সাফল্য অর্জন করেছেন ঐশ্বর্যা। আমাদের কি সেটা উদ্যাপন করা উচিত নয়? আপনাকে বাদ দিতে কোনও সংস্থার এক মিনিটও সময় লাগবে না। আর ওই দিকে ঐশ্বর্যা বছরের পর বছর ধরে কয়েকটি সংস্থার ‘অ্যাম্বাসাডর’ হয়ে রয়েছেন।”
আন্তর্জাতিক মঞ্চে একাধিক বার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ঐশ্বর্যা। এর পরেও মানুষ প্রশ্ন তোলেন, “ও কী পোশাক পরেছে! মোটেই এই পোশাকে ওকে মানাচ্ছে না।” দাবি রেণুকার। তাই তিনি বলেছেন, “এই সব করা বন্ধ করুন। ভাল কিছু বলার না থাকলে নিজেদের মুখটা বন্ধ করুন।”
আরও পড়ুন:
নেটমাধ্যমের যুগে অভিনেত্রীদের সব সময় কড়া নজরদারিতে রাখা হয়। তাঁরা মোটা হলেন না কি রোগা হলেন, কী পোশাক পরলেন— সব কিছু নিয়ে মন্তব্য করা হয়। অভিনেত্রীদের পক্ষে এই পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে।
মা হওয়ার পরে স্বাভাবিক ভাবেই অভিনেত্রীদের ওজন বাড়ে। কিন্তু সেই বাস্তবও মেনে নিতে রাজি নয় সমাজমাধ্যম, মনে করেন রেণুকা। অভিষেক বচ্চনও এই বিষয় নিয়ে মন্তব্য করেছিলেন এক পুরনো সাক্ষাৎকারে। তিনি বলেছিলেন, “কাকে কেমন দেখতে লাগছে, তা নিয়ে মন্তব্য করা একেবারেই সংবেদনশীলতার পরিচয় নয়।”