মাকে চিরতরে হারিয়ে ফেললেন সানা খান। মঙ্গলবার দীর্ঘ অসুস্থতার পর অভিনেত্রীর মা সাইদা খান প্রয়াত। এ দিন রাতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সানা সমাজমাধ্যমে পোস্ট করে মায়ের মৃত্যুসংবাদ ভাগ করে নিয়েছেন।
শোকস্তব্ধ সানা লেখেন, “দীর্ঘ দিন অসুস্থ ছিলে। প্রতি মুহূর্তে লড়াই করছিলে। অবশেষে আবার ঈশ্বরের কাছেই ফিরে গেলে।” মায়ের আত্মা যাতে শান্তি পান সেই প্রার্থনাও জানান। অনুরাগীরাও যাতে তাঁর মায়ের জন্য প্রার্থনা জানান, সেই অনুরোধও করেন।
আরও পড়ুন:
শোকাহত সানাকে সান্ত্বনা দিতে এ দিন তাঁর পাশে ছিলেন মুনাওয়ার ফারুকির স্ত্রী মেহজ়বিন কোটওয়ালা-সহ আরও অনেক চেনামুখ। সমাজমাধ্যমেও অনেকে অভিনেত্রীকে সমবেদনা জানান।