শ্রীমা ভট্টাচার্যকে ছোট পর্দায় দেখতে অভ্যস্ত দর্শক। তবে তিনি এখন ধারাবাহিকের গণ্ডি ছাড়িয়ে বড় পর্দায় কাজ শুরু করেছেন। ঈশ্বর বা ইতিবাচক শক্তিতে বিশ্বাসী অভিনেত্রী। তিনি মনে করেন, কোনও ইতিবাচক শক্তি চালনা না করলে জীবনে কোনও কিছু সম্ভব নয়। শ্রীমা যে ঈশ্বরে বিশ্বাসী তা বোঝা গেল অভিনেত্রীর নতুন ইনস্টাগ্রাম পোস্ট দেখে। শ্রাবণ মাস— ধর্ম বিশ্বাস অনুযায়ী মনে করা হয়, এই মাসে উপাসনা করলে মহাদেব খুশি হন। এই সময়ে অনেকেই শিবলিঙ্গে জল ঢালেন। অভিনেত্রীও কি এই মাসে বিশেষ কিছু নিয়ম পালন করেন? শ্রীমার কথায়, তিনি সারা বছরই কোনও না কোনও নিয়ম পালন করেন। শ্রাবণ মাস বা অন্য মাস বলে বিশেষ নিয়ম মানেন, তা একেবারেই নয়। সারা বছরই বেশ কিছু নিয়ম আছে যা পালন করেন শ্রীমা।
অভিনেত্রী বললেন, “সারা বছরই আমি সোমবার আর শনিবার নিরামিষ খাবার খাই। এই কারণে, জীবনে কিছু পরিবর্তন হয়েছে কিনা তা ওই ভাবে তো বলতে পারব না। তবে মনে হয় ইতিবাচক মানুষ হয়ে উঠতে সাহায্য করেছে এই নিয়মগুলো।” তা ছাড়া অভিনেত্রী মাছ, মাংসের থেকে নিরামিষ খাবার খেতেই বেশি পছন্দ করেন। তা হলে এখন কি ছোট পর্দা থেকে দূরেই থাকবেন তিনি কিছু দিন? এ প্রসঙ্গে অবশ্য এখনই তিনি কিছু বলতে পারছেন না। তবে শ্রীমার কথায়, তিনি অভিনয় নিয়ে আরও বেশি পরীক্ষানিরীক্ষা করতে চান। তাই শুধু মাত্র ছোট পর্দায় নিজেকে আটকে রাখতে রাজি নন।