অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের স্বর্গীয় মাকে টেনে সমাজমাধ্যমে কুরুচিকর মন্তব্য এক মহিলার। ক্ষুব্ধ বিধায়ক সেই মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। এই পরিস্থিতিতে বিরক্তি ধরে রাখতে পারলেন না অভিনেতার স্ত্রী শ্রীময়ী চট্টরাজও। অভিনেত্রীর দাবি, বুকের পাটা থাকলে কা়ঞ্চনের সামনে এসে ওই কথা বলুক।
শ্রীময়ী সমাজমাধ্যমে খুবই সক্রিয়। বিভিন্ন বিষয় নিয়ে ভ্লগ তৈরি করেন। তাঁর এমনই একটি ভিডিয়োয় কুরুচিকর মন্তব্য করেন ওই মহিলা। খোঁজ নিয়ে জানা গিয়েছে, যে মহিলা এই কুরুচিকর মন্তব্যটি করেছেন, তিনি উত্তরপাড়ার বাসিন্দা, রূপচর্চাশিল্পী। শ্রীময়ী বললেন, “এই ভাষায় কেউ লিখতে পারে? আমি যথাযথ উত্তর দিয়েছি। কিন্তু গালাগাল তো আর দিতে পারব না! অনেক রাখঢাক করে যোগ্য জবাব দেওয়ার চেষ্টা করেছি।”
ইতিমধ্যে উত্তরপাড়া থানায় এফআইআর দায়ের করেছেন কাঞ্চন। শ্রীময়ী জানান, আইনজীবীর পরামর্শ মতো আগামী পদক্ষেপ করব। তিনি যোগ করেন, “আমি চাই ওই মহিলাকে থানায় নিয়ে আসা হোক। দেখতে চাই ওঁর কত বুকের পাটা। আমাদের সামনে বলুক ওই কথা যা তিনি মন্তব্যে লিখেছেন।”
আরও পড়ুন:
পরিস্থিতি বেগতিক দেখে সেই মহিলা সমাজমাধ্যমের পাতায় ক্ষমা চেয়েছেন। লিখেছেন, “ম্যাম, কালকের মন্তব্যের জন্য দুঃখিত। আমার ভুল হয়ে গিয়েছে। ক্ষমা করে দেবেন। আর ভুল হবে না।” যদিও নিজের সিদ্ধান্তে অটল কাঞ্চন। তিনি বলেছেন, “এত সহজ নয়। সরি বলে দিলেই সব ভুল, ঠিক হয়ে যায় না। এ বার প্রতিবাদ করতেই হবে। মানুষকে বুঝিয়ে দিতে হবে সমাজমাধ্যমে ক্ষোভপ্রকাশ করতে গিয়ে যা খুশি লিখে দেওয়া যায় না।”